তামিমের ফেরার ব্যাপারে যা জানালেন বিসিবি সভাপতি
যত দিন গড়াচ্ছে, তত অনিশ্চয়তা তৈরি হচ্ছে তামিম ইকবালকে ঘিরে। কবে, কখন ফিরবেন, আদৌ ফিরবেন কি না—নেই কোনো নিশ্চয়তা। দেশসেরা এই ওপেনারের সঙ্গে দফায় দফায় বসার কথা হলেও শেষ বসাটা হয়নি এখনও। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানিয়েছিলেন, তামিমের সঙ্গে বসবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।
তামিম কবে ফিরবেন দলে, সেই বিষয়ে আজ রোববার (২৮ এপ্রিল) আবার কথা বলেছেন নাজমুল হাসান। সাভারে একটি অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, তামিম আগে ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে বসবে। তারপর তিনি তার সঙ্গে বৈঠক করবেন।
বিসিবি সভাপতি বলেন— ‘তামিমের সঙ্গে সর্বশেষ যোগাযোগের সময় জানিয়েছিল, সে আগে জালাল ইউনুস ও সিরাজ ভাইয়ের সঙ্গে বসবে। তাদের সঙ্গে কথাবার্তার পর আমি আর সে বসব। তবে, তামিম ফিরলেও সেটি এক বছরের (২০২৪ এ খেলবে না) আগে নয়।’
বোর্ড সভাপতির সঙ্গে তামিমের সেই বসা কবে হবে, তার নিশ্চয়তা নেই। তামিমও মাঝে জানিয়েছিলেন, তিনি ফিরলে ফেরার মতো ফিরবেন। বিপিএল শেষে তামিম বলেছিলেন, ‘আমার সঙ্গে বোর্ডের বসার কথা ছিল। জালাল ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। আমি একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই, আমার ফিরে আসার মাঝে অনেক কিছুই আছে। ব্যাপারটা এমন নয়, এলাম আর খেলব। আমার হাতে খুব বেশি সময় নেই। খেলার মতো খেলতে চাই। বোর্ডের সঙ্গে যখন বসব, তাদের কথাগুলো বলতে হবে।’