দিল্লিকে অল্পতে থামাল কলকাতা
ইডেন গার্ডেনে আগের ম্যাচে ২০০-র বেশি রান করেও হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর)। ঘরেরর মাঠে আজ সোমবার (২৯ এপ্রিল) আবার মাঠে নেমেছে কেকেআর। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। দিনের একমাত্র ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে দিল্লি। কেকেআর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি দলটি। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লি।
শুরুটা ভালো হয়নি দিল্লির। দলীয় ৩০ রানের মধ্যে হারায় দুই ওপেনার পৃথ্বি শ ও ফ্রেসার ম্যাকগার্কের উইকেট। সাত বলে ১৩ রান করেন শ, ম্যাকগার্ক সাত বল খেলে করেন ১২। ভৈভব অরোরার শিকার হন শ, ম্যাকগার্ককে ফেরান মিচেল স্টার্ক। ওয়ানডাউনে নামা অভিষেক পোরেলও খুব বেশি করতে পারেননি। ১৫ বলে ১৮ রান করে হারশিত রানার বলে বোল্ড হন।
শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি। অধিনায়ক ঋষভ পন্ত ২০ বলে ২৭ রান করে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছু করার। তাকে টিকতে দেননি ভরুণ চক্রবর্তী। এরপর আসা যাওয়ার মিছিলে থাকে বাকিরা। শেষ দিকে কুলদীপ যাদবের ২৬ বলে অপরাজিত ৩৪ রানে ভর দিয়ে দিল্লি পার করে দেড়শর ঘর। ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান আসে কুলদীপের ব্যাট থেকেই।
কলকাতার পক্ষে চার ওভারে ১৬ রানে তিন উইকেট নেন ভরুণ। ২৭ রান দিয়ে দুই উইকেট পান রানা, ভৈভবও নেন দুটি।