অনুশীলনে চোট পেলেন লিটন
ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ওপেনার লিটন দাসের। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের রীতিমত হতাশায় ডুবিয়েছেন এই ব্যাটার। সেই ব্যর্থতা্ ভুলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান লিটন। তবে, চট্টগ্রামে অনুশীলন করার সময় কোমরে চোট পেয়েছেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের সাগরিকায় ফিল্ডিং অনুশীলনে নেমে কোমরের চোটে পড়েন লিটন। এরপর বাধ্য হয়েই তাকে মাঠ ছাড়তে হয়। ব্যথায় কাতর লিটন মাঠ ছেড়েছেন খোঁড়াতে খোঁড়াতে। যদিও তার চোট কতটা গুরুতর, সেই বিষয়ে এখনও কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।
ব্যাট হাতে লম্বা সময় ধরে ছন্দে নেই লিটন। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার। শ্রীলঙ্কা সিরিজে রঙিন পোশাকে পাঁচ ম্যাচের তিনটিতেই শূণ্য রানে ফেরেন। আর বাকি দুই ম্যাচে করেন যথাক্রমে ৩৬ ও ৭ রান।
রঙিন পোশাকের মতো সাদা পোশাকেও ব্যর্থতার বৃত্তে আটকে ছিলেন লিটন। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৫ ও দ্বিতীয় ইনিংসে শূণ্য রান করেন। চট্টগ্রাম টেস্টেও তার ছন্দের পরিবর্তন হয়নি। প্রথম ইনিংসে শূণ্য ও দ্বিতীয় ইনিংসে ৩৮ করে ফেরেন সাজঘরে।
বিশ্বকাপে যাওয়ার আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে নিজেদের একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন ব্যাটাররা। সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন লিটন, সেটাই এখন দেখার অপেক্ষা।