আর্চারকে নিয়েই ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। এর মধ্যে দল ঘোষণার সময় বাকি আর একদিন। শেষ সময়ে এসে দলগুলো ঘোষণা দিচ্ছে নিজেদের বিশ্বকাপ স্কোয়াড। এরই মধ্যে দল জানিয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার তৃতীয় দল হিসেবে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ইসিবি। দলে চোট কাটিয়ে ফিরেছেন তারকা বোলার জফরা আর্চার। দীর্ঘদিন ধরে ডান কনুইয়ের চোটে ভোগা আর্চার শেষ ইংল্যান্ডের হয়ে খেলেছেন বাংলাদেশের বিপক্ষে ২০২৩ সালে।
ইংল্যান্ডের বিশ্বকাপ দলে নতুন চমক টম হার্টলি। তিনি এখনও টি-টোয়েন্টির অভিষেক ক্যাপ পরেননি। এ ছাড়া আছেন আইপিএল মাতানো উইল জ্যাকস। রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরুর হয়ে গত রোববারও সেঞ্চুরি হাঁকিয়েছেন জ্যাকস। ৪১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সেদিনই বিশ্বকাপে থাকার জায়গা জোরাল করেন এই তরুণ।
এ ছাড়া আইপিএল অভিজ্ঞতার আদলেই দল সাজিয়েছে ইংলিশরা। আগামী ৩১ মে বিশ্বকাপ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে ইংল্যান্ড। সেখানেই ৪ জুন নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ইংলিশরা।
দলে নেই মারকুটে ওপেনার জেসন রয়। কিছুদিন আগে পারিবারিক কারণে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। এবার নেই বিশ্বকাপ দলেও। এ ছাড়া আগেই জানিয়ে দেওয়া বেন স্টোকসকে অনুমিতভাবেই বিশ্বকাপে পাচ্ছে না ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড : জস বাটলার (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, ব্রেন ডাকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিনস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিচি ট্রপলি, মার্ক উড।