মুম্বাইকে হারিয়ে শীর্ষ তিনে লখনৌ
এবারের আইপিএলটা দুর্দান্ত কাটছে লখনৌ সুপার জায়ান্টসের। টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে হলেও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়েছে দলটি। ব্যাটারদের দৃঢ়তায় প্লে-অফের পথে কেএল রাহুলের দল। এবার ঘরের মাঠে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনের ওঠে এসেছে লখনৌ।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) লখনৌর মাঠে টস হেরে ব্যাটিয়ে নেমে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৪ রান তোলে মুম্বাই। জবাবে ১৯.২ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে লখনৌ সুপার জায়ান্টস। চার উইকেটের জয়ে প্লে-অফের পথে একধাপ এগিয়ে গেল দলটি।
১৪৫ রানের মাঝারি সংগ্রহ তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি লখনৌর। দলীয় ১ রানের মাথায় আরসিন কুলকারনি উইকেট হারায় দলটি। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন এই ব্যাটার। শুরুর ধাক্কা সামলে কে এল রাহুল ও মার্কাস স্টয়নিসের ব্যাটে ঘুরে দাঁড়ায় লখনৌ। এই দুইজন গড়েন ৫৮ রানের জুটি। মূলত এই জুটিতেই জয়ের ভিত গড়ে লখনৌ। পরবর্তীতে দিপক হুদা ও নিকোলাস পুরানদের ব্যাটে চড়ে সহজেই জয় নিশ্চিত হয় দলটির। ৪৫ বলে সর্বোচ্চ ৬২ রান করেন স্টয়নিস।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই। মাত্র চার রান করে মহসিন খানের বলে বিদায় নেন তিনি। ১৮ রানে সাজঘরের পথ ধরেন সূর্যকুমার যাদব। ১০ রান করা যাদবকে ফেরান মার্কাস স্টয়নিস। শুরুতেই দলের নির্ভরযোগ্য দুই তারকাকে হারিয়ে চাপে পড়ে মুম্বাই। সেখান থেকে আর বের হতে পারেনি তারা।
ব্যাট হাতে ধুঁকতে দেখা গেছে তিলক শর্মাকে। ১১ বলে সাত রান করে রানআউট হন তিলক। মুখোমুখি হওয়া প্রথম বলেই নাভিন উল হকের শিকার হন মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। গোল্ডেন ডাক মারেন পান্ডিয়া। দলকে টেনে তোলার চেষ্টা করেন ওপেনার ইশান কিষাণ খানিকটা চেষ্টা করেছিলেন দলকে টেনে তোলার। তবে, ৩৬ বলে তার ৩২ রানের ধীরগতির ইনিংসটি থামান রবি বিসনয়ী।
তবে, মুম্বাই রানের গতি ফিরে পায় শেষের দিকে। নেহাল ওয়াধিরার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৪১ বলে ৪৬ রান। তাকে বোল্ড করেন মহসিন। টিম ডেভিডের ১৮ বলে অপরাজিত ৩৫ রানের ক্যামিওতে মুম্বাই পায় মাঝারি সংগ্রহ। লখনৌর পক্ষে মহসিন দুটি এবং নাভিন ও রবি একটি করে উইকেট পান।