উত্তেজনায় ঠাসা বায়ার্ন-রিয়াল লড়াইয়ে জেতেনি কেউ
লড়াইটা ইউরোপের অন্যতম সফল দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের। যা পরিচিত ইউরোপিয়ান ক্লাসিকো নামে। অবশ্য উত্তেজনায় ঠাসা এই ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলেননি। যার ফলে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভাগ্য নির্ধারণ হবে এই দুই জায়ান্টের।
গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) দিনগত রাতে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়ানঞ্জ অ্যারেনায় প্রথম লেগটা নিষ্পত্তি হয়েছে ২-২ ড্রয়ে। রিয়ালের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জু্নিয়র। আগামী ৮ মে বার্নাব্যুতে হবে দ্বিতীয় লেগ।
ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বাভারিয়ানরা। হ্যারি কেইনের থ্রু বল থেকে শট নেন লিরয় সানে। পা দিয়ে বলটি রুখে স্বাগতিকদের গোল বঞ্চিত করেন রিয়াল মাদ্রিদের গোলকিপার আন্দ্রে লুনিন।
এরপর ম্যাচের ষষ্ঠ মিনিটে ফের আক্রমণে যায় বায়ার্ন। এবার কেইনকে হতাশ করেন লুনিন। এক মিনিট পর ফের সুযোগ পেয়েও বক্সের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন সানে। অন্যদিকে, শুরু থেকে চাপে থাকলেও গোল পেয়ে যায় সফরকারীরা।
ম্যাচের ২৪তম মিনিটে টনি ক্রুসের বাড়ানো বলে বায়ার্ন গোলরক্ষককে পরাস্থ করে দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস। এরপর বাকি সময়ে সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে স্বাগতিকরা। তবে, তাদের একের পর এক আক্রমণ ফিরিয়ে দেয় রিয়ালের রক্ষণভাগ। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।
প্রথমার্ধের ব্যর্থতা ভুলে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ায় বায়ার্ন। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল করে রিয়ালকে স্তব্ধ করে দেয় বাভারিয়ানরা। ৫৩তম মিনিটে দুর্দান্ত এক গোলে সমতা টানেন সানে। বাঁ দিক থেকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সে ঢুকে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন জার্মান ফরোয়ার্ড।
ওই ধাক্কা সামলে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে রিয়াল। ম্যাচের ৫৭তম মিনিটে বক্সে জামাল মুসিয়ালাকে ফাউল করে বসেন লুকাস ভাসকেস। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে দলকে এগিয়ে নেন দারুণ ছন্দে থাকা কেইন। তাতে চ্যাম্পিয়নস লিগের চলমান মৌসুমে এমবাপ্পের সমান ৮ গোল হয়ে গেছে ইংলিশ তারকার।
একটা সময় মনে হচ্ছিল ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়বে বায়ার্ন। তবে, সেই স্বপ্ন পূরণ হতে দেননি ভিনিসিয়াস। ম্যাচের ৮৩তম মিনিটে সফল স্পট কিকে সমতায় ফেরে রিয়াল। বক্সে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে ডিফেন্ডার কিম মিন-জায়ে ফাউল করলে পেনাল্টিটি পায় সফরকারীরা।