মাইকেল ভনের চোখে বিশ্বকাপের সেমিতে যাচ্ছে যারা
ঠিক এক মাস বাদেই মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। এরই মধ্যে ক্ষণগননা শুরু। দেশগুলোও জানাচ্ছে, তাদের বিশ্বকাপে বিমানে ওঠা স্কোয়াডের তালিকা। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে প্রস্তুত হচ্ছে বিশ্বকাপের ভেন্যু, প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররাও।
আইসিসির এই মেগা টুর্নামেন্টগুলো এলে সাবেক-বর্তমান অনেকেই নিজের মতো করে ভবিষ্যদ্বাণী করেন। এবার সেই ভবিষ্যদ্বাণী করেই নিজের পছন্দের চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। সাবেক এই ইংলিশ তারকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চার সেমিফাইনালিস্টের নাম জানিয়েছেন।
মাইকেল ভন লিখেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপে আমার চার সেমিফাইনালিস্ট হলো-ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।’
অবাক করা ব্যাপার হলো, তার এই তালিকায় নেই ভারতের নাম। অথচ ১৩ বছর ধরে শিরোপা না জেতা ভারত প্রতিবারই ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে অংশ নেয়। এ ছাড়া নিউজিল্যান্ডও থাকে ফেভারিটের তালিকায়।
কিন্তু ভন ভারত ও নিউজিল্যান্ড দুটি দলকেই নিজের পছন্দের তালিকায় জায়গা দেননি। যা নিয়ে ভক্তদের মাঝে দেখা গিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। মন্তব্যের ঘরে দেখা যায়, অনেকেই ভারতকে না রাখায় ভনের সেমিফাইনালের লাইনআপ পছন্দ করেননি।