নতুন অধিনায়ক নিয়ে ওমানের বিশ্বকাপ দল ঘোষণা
আর ৩০ দিনের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একে একে দল ঘোষণা করেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো হেবিওয়েট দলগুলো। সেই ধারাবাহিকতায় সপ্তম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ওমান।
গতকাল বুধবার (১ মে) বিশ্বকাপ দল ঘোষণা করেছে ওমান। দলটির তারকা ব্যাটসম্যান যতিন্দর সিং ও লেগ স্পিনার সময় শ্রীবাস্তবকে মূল স্কোয়াডে রাখা হয়নি। পেসার সুফিয়ান মেহমুদ ও অফ স্পিনার জে ওদেদ্রার সঙ্গে এই দুইজনকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক বেছে নিয়েছে ওমান। অলরাউন্ডার আকিব ইলিয়াসকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। টপ অর্ডারে দলটির ভরসা কাশ্যপ প্রজাপতি, নাসিম, আকিব ও জিসানদের উপর। উইকেটরক্ষক ব্যাটার প্রতিক আথাভালে এবং আয়ান খান মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারে খেলতে পারেন। ঘোষিত দলে জায়গা হয়নি সময় এবং যতিন্দরের। তাদেরকে রাখা হয়েছে রিজার্ভে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের 'বি' গ্রুপে রয়েছে ওমান। সেখানে তাদের গ্রুপে রয়েছ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ড।
ওমানের বিশ্বকাপ স্কোয়াড : আকিব ইলিয়াস (অধিনায়ক), জিসান মাকসুদ, কাশ্যপ প্রজাপতি, প্রতিক আথাভালে (উইকেটরক্ষক), আয়ান খান, শোয়েব খান, মোহাম্মদ নাদিম, নাসিম খুশি, মেহরান খান, বিলাল খান, রফিউল্লাহ, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট, শাকিল আহমদ।
রিজার্ভ : যতিন্দর সিং, সময় শ্রীবাস্তব, সুফিয়ান মেহমুদ, জে ওদেদ্রা।