কোমল পানীয়র বোতল সরিয়ে আলোচনায় রাজা
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (৩ মে) থেকে। এর আগে আজ সংবাদ সম্মেলনে এলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সম্মেলন কক্ষে নিজের জন্য নির্ধারিত চেয়ারে বসার পর তার চোখে পড়েছে কোকাকোলার বোতল। কোমল পানীয়টি সঙ্গে সঙ্গে হাত দিয়ে সরিয়ে দেন রাজা।
কোকাকোলার সঙ্গে পুষ্টির মিনারেল ওয়াটার ছিল। সেটি তিনি সরাননি। পরবর্তীতে দায়িত্বরতরা কোকাকোলার বোতলটি ক্যামেরা ফ্রেমের বাইরে সরিয়ে রাখেন। এরপর নিজের সংবাদ সম্মেলনের পার্ট শুরু করেন জিম্বাবুয়ের অধিনায়ক।
তবে, কোমল পানীয়র বোতল সরানোর ওই মুহূর্তে এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই রাজাকে বিষয়টি নিয়ে বাহবা দিচ্ছেন।
এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো একবার কোকাকোলার বোতল সরিয়ে আলোচনায় এসেছিলেন। রোনালদো বৈশ্বিক তারকা হওয়ায় তার সেই বর্জন প্রভাব ফেলেছিল কোকাকোলার ব্যবসায়ে। সেবার বেশ লোকসান গুণতে হয়েছিল তাদের। রোনালদোর মতো বিশ্ব তারকা না হলেও একই কাজ করে আলোচনায় রাজাও।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজে অংশ নিতে গত ২৮ এপ্রিল বাংলাদেশে পা রাখে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিকদের জন্য সিরিজটি বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা।