যে কারণে এবার বাংলাদেশে পরিবারসহ এলেন রাজা
জিম্বাবুয়ে ক্রিকেটে সিকান্দার রাজা বেশ বড় এক নাম। নিবেদিতপ্রাণ এক ক্রিকেটার, যিনি খেলতে পারতেন পাকিস্তানের জার্সিতেও। তবে, বেছে নিয়েছেন আফ্রিকান দেশটিকে, অবদান রেখেছেন ক্রিকেটের প্রত্যাবর্তনে। দেখতে দেখতে ক্যারিয়ারের সায়াহ্নে এসেছেন রাজা। বর্তমানে আছেন বাংলাদেশ সফরে। নিয়ে এসেছেন পরিবারের সদস্যদের।
বাংলাদেশের সঙ্গে আগামীকাল শুক্রবার (৩ মে) থেকে শুরু হবে জিম্বাবুয়ের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি শুরু হবে আগামীকাল সন্ধ্যা ৬টায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্বে থাকছেন রাজা। তার কাছে মনে হচ্ছে এটিই তার সম্ভাব্য শেষ সিরিজ।
ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে রাজা বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমার অভিষেক হয় এই দেশে। বাংলাদেশ আমাদের ক্রিকেটের (জিম্বাবুয়ে) অনেক বড় বন্ধু। আমরা নিয়মিত খেলতাম। এখন কিছুটা কম খেলা হচ্ছে। হতে পারে এটিই আমার শেষ বাংলাদেশ সফর। এ কারণে স্ত্রী, কন্যা, পুত্রদের নিয়ে এসেছি। এ দেশের আতিথেয়তায় বরাবরই মুগ্ধ হয়েছি। তারও যেন সেই অভিজ্ঞতাটা নিতে পারে।’
সিরিজ নিয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘প্রথমত অধিনায়ক হিসেবে এই সিরিজটা জিততে চাই। এটিই প্রথম লক্ষ্য। আর বিশ্বকাপের প্রস্তুতি তো অবশ্যই, ওটা আমাদের মাথায় থাকবে। প্রস্তুতি নিতে গিয়ে যে আমরা খেলাটা হালকাভাবে দেখব কিংবা অনেক পরীক্ষা-নিরীক্ষা করব, তেমনটি নয়। পরীক্ষা–নিরীক্ষার প্রয়োজন হবে না।’