জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ অভিযান শুরু বাংলাদেশের। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ঘরের মাঠে চেনা প্রতিপক্ষের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আগে টস জিতে আগে বোলিং করবে নাজমুল হোসেন শান্তর দল। এই সিরিজের প্রথম তিনটিই হবে সাগরিকায়, বাকি দুটি হবে মিরপুর শেরেবাংলায়।
প্রতিপক্ষ জিম্বাবুয়ে মানেই বাংলাদেশি ভক্তদের কাছে বাড়তি উন্মাদনা। কারণ, চেনা এই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের জয়টা বরাবরই প্রত্যাশা। তবে, সম্প্রতি এই উত্তাপটা খানিকটা কমেছে। কারণ, আগের মতো ধার নেই জিম্বাবুয়ের ক্রিকেটে। সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় পরিস্কার ফেভারিট থেকেই মাঠে নেমেছে বাংলাদেশ দল।
সীমিত ওভারের এই ফরম্যাটে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। যে পরিসংখ্যানে এগিয়ে লাল-সবুজের দল। ২০ ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে ১৩টিতে, হার সাতটিতে। এ ছাড়া সব মিলিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সাতটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুদল। যেখানে তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের জয় একটিতে, বাকি তিনটি শেষ হয়েছে সমতায়।
এই সিরিজটির পরপরই বাংলাদেশ দল উড়াল দেবে বিশ্বকাপের দেশে। যদিও এখনও বিশ্বকাপের দল জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে, জিম্বাবুয়ে সিরিজের দলটার আদলেই যে হচ্ছে বিশ্বকাপ দল সেটা নিয়ে সন্দেহ নেই।
জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপে দল পাঠানোর প্রাথমিক সময়সীমা ছিল ১ মে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আইসিসির কাছে ইতোমধ্যে দল পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজের অনেকেই আছেন বিশ্বকাপ দলে। ফলে, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষেই নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা। বিশ্বকাপের বিমানে ওঠার আগে এই সিরিজ থেকে কতটা জ্বালানি নেওয়া যায় এখন সেটাই দেখার অপেক্ষা।