একজনের অভিষেক, যেমন হলো বাংলাদেশ একাদশ
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার (৩ মে) টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফররত জিম্বাবুয়ে বধে বাংলাদেশের একাদশে আছে চমক।
বাংলাদেশ মাঠে নেমেছে ছয় ব্যাটার ও তিন বোলার নিয়ে। এদর মধ্যে অলরাউন্ডার আছেন তিনজন। আজকের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষিক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম। ওয়ানডে ও সর্বশেষ বিপিএলে ভালো খেলা তামিমকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহ নিজেও আছেন একাদশে। তার সঙ্গে অলরাউন্ডার হিসেবে আছেন সাইফউদ্দিন।
সাম্প্রতিক সমালোচনার পরেও একাদশে আছেন লিটন কুমার দাস। চট্টগ্রামের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় পেসার আছেন দুজন। তাসকিন আহমেদ ও শরিফুল আহমেদের হাতে থাকছে পেস বোলিংয়ের দায়িত্ব। বহুদিন পর তিন জনের কম পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। যদিও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন সাইফউদ্দিন।
টসের পর শান্ত বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে বেশ স্বচ্ছ। আমরা আশা করছি শুরুতে পেসার ও স্পিনাররা ভালো সহায়তা পাবে পিচ থেকে। তারা বেশ ভালোই করছে সম্প্রতি। তামিমের অভিষেক হচ্ছে এ ম্যাচে।’
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, রিশাদ হোসেন।