তামিমকে প্রশংসায় ভাসালেন অধিনায়ক শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ শুক্রবার (৩ মে) জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট হাতে চমৎকার করেছেন তানজিদ হাসান তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই অর্ধশতক তুলে নেন তিনি।
তামিমের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৭ রান। ৪৭ বলের ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও দুটি ছক্কায়। ওপেনিংয়ে নেমে মাঠ ছাড়েন দলকে জিতিয়েই। এ সময়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫২ রানের জুটি গড়ে দলের ভিত্তি তৈরি করেন তামিম।
ম্যাচে শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে এসে শান্ত জানালেন নিজের অনুভূতির কথা। এ জয়ে পুরো দলকে কৃতিত্ব দেওয়ার পাশাপাশি আলাদাভাবে তামিমের প্রশংসা করেছেন তিনি। তামিমকে সঙ্গ দেওয়া তাওহিদ হৃদয়কে নিয়ে কথা বলেন শান্ত।
শান্ত বলেন, ‘গত কয়েকদিনে দলের সবাই যথেষ্ট পরিশ্রম করেছে। আমার মনে হয় আজকের ম্যাচে পরিশ্রমের ফল পেয়েছি। ম্যাচে বৃষ্টি এসেছে, তবে সেটি আমাদের হাতে নেই। আমরা চেষ্টা করেছি পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। যেভাবে ব্যাটিং করেছে তামিম, সত্যিই দারুণ। আশাকরি, সে তার এই ছন্দ ধরে রাখবে। তার এমন ইনিংসে আমি ভীষণ খুশি। হৃদয়ও চমৎকার খেলেছে। উইকেটে নিজের কাজটা ঠিকভাবে সম্পন্ন করেছে সে।’