বড় চমক রেখে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা
আর ২৮ দিনের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একে একে দল ঘোষণা করেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো হেবিওয়েট দলগুলো। সেই ধারাবাহিকতায় নবম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।
গতকাল শুক্রবার (৩ মে) এক বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের দল দিয়েছে ক্যারিবীয়রা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় শিরোপা জিততে মরিয়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পরে ঠিকই দলে জায়গা করে নেন হেটমায়ার। বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন গত ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবীয়রা। এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন তিনি দলে।
তবে, দলে সবচেয়ে বড় চমক প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো পেসার শামার জোসেফ। জোসেফ ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৩টি। যার সর্বশেষটি আইপিএলে লখনৌর হয়ে কলকাতার বিপক্ষে। সেদিন ৪ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। এর আগে গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ওই দুই ম্যাচেই ৪ ওভার করে বোলিং করেছেন, রান দিয়েছেন ৩৯ ও ৩৩।
বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকছেন রোভম্যান পাওয়েল। দলে আছেন আন্দ্রে রাসেল। গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন রাসেল।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল :
রোভম্যান পাওয়েল( অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেইজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।