আবাহনীকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করল বসুন্ধরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৪তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ কিংস অ্যারেনায় আজ শনিবার (৪ মে) ঢাকা আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে দলটি। এতে লিগে মজবুত করেছে নিজেদের শীর্ষস্থান। অন্যদিকে, এই হারে পয়েন্ট টেবিলের তিনেই রইল আবাহনী।
কিংস অ্যারেনায় ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বসুন্ধরা। ম্যাচের পঞ্চম মিনিটে স্ট্রাইকার রাকিব হোসেনের গোলে এগিয়ে যায় তারা। গোলের পর উজ্জীবিত কিংস একাধিক আক্রমণ করে আবাহনী শিবিরে। কখনও লক্ষ্যভ্রষ্ট শট, কখনও আবাহনীর রক্ষণের দৃঢ়তায় গোল পাওয়া হচ্ছিল না বসুন্ধরার।
ম্যাচের ৩৫ মিনিটে ব্যর্থ হয়নি বসুন্ধরা। একটি আক্রমণে ডি-বক্সের ভেতর আবাহনীর ফুটবলাররা বাধা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল হয়নি মিগুয়েল ফিগুয়েইরার। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের গোলে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরা। প্রধমার্ধে আর গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।
বিরতি থেকে ফিরে নিজেদের গুছিয়ে নেয় আবাহনী। ম্যাচের বয়স যখন ৫০ মিনিট, আকাশী-নীলদের পক্ষে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। এই ফরোয়ার্ডের গোলে ব্যবধান কমায় দলটি। এরপর নিজেদের রক্ষণ শক্তিশালী করে বেশ কিছু আক্রমণ সাজায় আবাহনী। তবে, সেসব ফলপ্রসূ হয়নি। বসুন্ধরাও বেশ কয়েকটি আক্রমণ সাজিয়ে পায়নি গোলের দেখা। ম্যাচ শেষ হয় ২-১ ব্যবধানেই।
এ জয়ে ১৪ ম্যাচ শেষে বসুন্ধরার পয়েন্ট ৩৭, আছে সবার ওপরে। দুইয়ে থাকা মোহামেডানের সমান ম্যাচে পয়েন্ট ২৮, তিন নম্বরে থাকা আবাহনীর ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট।