বহুদিন পর দুরন্ত মেসি, মুগ্ধ কোচ
লিওনেল মেসি এখন যতটা খেলেন, তারচেয়ে বেশি উপভোগ করেন। ক্যারিয়ারের সায়াহ্নে ফুটবলকে উপভোগ করতে পাড়ি জমান মার্কিন মুলুকে। মাঝে লম্বা সময় চোটের সঙ্গে লড়াই করেছেন। ফিরে এসেছেন বিপুল বিক্রমে। মেজর লিগ সকারে (এমএলএস) সর্বশেষ ম্যাচে আমেরিকার স্থানীয় সময় শনিবার (৪ মে) সন্ধ্যায় যা করলেন, তাকে অবিশ্বাস্য বললেও ভুল হবে। এমন মেসিকে যে বহুদিন দেখা যায়নি।
এমএলএসে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৬-২ গোলে জিতেছে ইন্টার মায়ামি। ম্যাচে মেসি করেছেন মোটে এক গোল। এতটুকু ভাবলে ভুলই হবে। কারণ, এই ম্যাচে মেসি যা করেছেন, তা বোধহয় জাদুকরের পক্ষেই সম্ভব। মায়ামির ছয় গোলের সবগুলোতে রেখেছেন প্রত্যক্ষ অবদান। স্কোরশিটে মেসির নাম একবার এলেও, বাকি পাঁচ গোলের যোগানদাতা তিনিই।
ম্যাচে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। দুটি গোল আসে মাতিয়াস রোজাসের পা থেকে। দুজনের পাঁচ গোলের অ্যাসিস্ট মেকার মেসি। ক্ষুদে জাদুকরের এমন অপ্রতিরোধ্য রূপ বহুদিন পর দেখেছেন মায়ামি কোচ টাটা মার্টিনো। ম্যাচ শেষে জানিয়েই দিলেন, এই মেসিকে দেখা ইদানিং কঠিন। আজ যেন পুরোনো মেসিকে পেয়েছেন।
আজ রোববার গোল ডটকমের প্রতিবেদনে মার্টিনো বলেন, ‘মেসিকে এখন এভাবে দেখাটা কঠিন। তাকে বার্সেলোনায় ওভাবে দেখতাম। আমি যখন দায়িত্বে ছিলাম, আর্জেন্টিনায়ও এমনটি করেছে অনেকবার। বহুদিন পর আবার অদম্য মেসিকে দেখলাম। তার তুলনা সে নিজেই। সুয়ারেজের সঙ্গে রসায়নটা আগের মতোই দুর্দান্ত।’