নারী বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ
ঘরের মাঠে কদিন বাদেই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর থেকে বাংলাদেশের মাটিতে গড়াবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১০ দলের টুর্নামেন্টে ম্যাচ হবে ২৩টি। যেগুলো হবে—ঢাকা ও সিলেটে।
বিশ্বকাপকে সামনে রেখে আজ রোববার (৫ মে) ঘটা করে প্রকাশিত হলো সূচি। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আজ বেশ জাঁকজমকভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ও আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। সেই সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
দুই অধিনায়ক সিরিজ খেলার জন্য অবশ্য সিলেটে ছিলেন। সেখান থেকে আজ সকালে হেলিকপ্টারে করে উড়িয়ে আনা হয়। এরপর দুপুরে যোগ দেন অনুষ্ঠানে। এরপর দুপুর দেড়টায় ঘোষণা হয় বিশ্বকাপের সূচি ও গ্রুপ।
সূচি ঘোষণার অনুষ্ঠানের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন আইসিসির আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস, বিসিবি প্রধান ও দুই দলের অধিনায়ক।
আসন্ন বিশ্বকাপে গ্রুপিংয়ে ‘বি’ তথা কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে আসা একটি দল।
অন্যদিকে ‘এ’ গ্রুপে আছে ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সঙ্গে আছে শক্তিশালী ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১।
আগামী ৩ অক্টোবর বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিন মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।
ঢাকা ও সিলেটের দুটি ভেন্যুতে হবে ম্যাচগুলো। ১০টি দল দুই ভাগে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বে। আসরে মোট ম্যাচ সংখ্যা ২৩টি। ২০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।