এগিয়ে যাওয়ার আশায় টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়েকে উড়িয়ে শুরুটা হয়েছে প্রত্যাশিত জয়ে। এবার লক্ষ্য সিরিজে আরও এগিয়ে যাওয়ার। সেই লক্ষ্যে আজ রোববার (৫ মে) পাঁচম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে তিনি বেছে নিয়েছেন বোলিং। আগের ম্যাচেও আগে বোলিং করে সফল হয়েছিল লাল-সবুজের দল।
প্রথম ম্যাচ জিতে চনমনে বাংলাদেশ। দাপুটে সেই জয় বাড়িয়েছে স্বাগতিকদের আত্মবিশ্বাস। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে যা কাজে দেবে জ্বালানি হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ অনায়াসে ম্যাচ জিতবে, এমন প্রত্যাশাই থাকে ভক্তদের। প্রথম টি-টোয়েন্টিতে প্রত্যাশা ভালোভাবে পূরণ করেছে স্বাগতিকরা। চট্টগ্রামে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটাররা নিজেদের কাজ ঠিকঠাক সম্পন্ন করে তুলে নেন আট উইকেটের বড় জয়।
প্রথম ম্যাচে দুরন্ত শুরু করেছিল বাংলাদেশ। বোলাররা নিজেদের প্রমাণ করেছিলেন। ৩৬ থেকে ৪১,পাঁচ রানের মধ্যে জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নেয়। একটা সময় মনে হচ্ছিল, ৫০ রানের আগেই অলআউট হবে সফররতরা। অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে ৭৫ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ১২৪ পর্যন্ত নিয়ে যান। সেই রান তাড়ায় অভিষিক্ত তানজিদ তামিমের অপরাজিত ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ১৮ বলে ঝড়ো ৩৩ রান বাংলাদেশকে জয়ের সৌরভে সুরভিত করে।
এই সিরিজটির পরই বিশ্বকাপের বিমানে উঠবে বাংলাদেশ দল। তাই সিরিজ জয়ের পাশাপাশি ক্রিকেটারদের মূল লক্ষ্য ব্যাটে-বলে নিজেদের ঝালিয়ে নেওয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় প্রস্তুতির মঞ্চও এই সিরিজ। তাই এক সঙ্গে সিরিজ জয় ও প্রস্তুতি দুটোতেই চোখ বাংলাদেশের ক্রিকেটারদের।