দাপুটে জয়ে শীর্ষ চারে ফিরল চেন্নাই
আইপিএলে সময়টা খুব একটা ভালো যাচ্ছিল না চেন্নাই সুপার কিংসের। শুরুটা ভালো হলেও গত কয়েক ম্যাচে ছন্দহীন ছিল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে, পাঞ্জাবের মাঠে ছন্দ ফিরে পেয়েছে ধোনিরা। মুস্তাফিজ-পাথিরানাদের মতো তারকাদের ছাড়াই তুলে নিয়েছে বড় জয়।
আজ রোববার (৫ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৭ রান তোলে চেন্নাই। ব্যাট হাতে ২৬ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন রবীন্দ্র জাদেজা। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৯ রান তুলে থামে পাঞ্জাব।
১৬৮ রানের মাঝারি সংগ্রহের বিপরীতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। দলীয় ৯ রানের মাথায় জনি বেয়ারস্টো ও রাইলি রুশোর বিদায়ে বড় ধাক্কা খায় পাঞ্জাব। যদিও শশাংক সিং ও প্রভসিমরান সিং এর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। তবে, সেই প্রতিরোধ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৬২ রানের মাথায় শশাংকের বিদায়ে ফের বিপাকে পড়ে পাঞ্জাব। পরের ব্যাটাররা আর আস্থার প্রতিদান দিতে না পারায় ১৩৯ রানে থামে স্বাগতিকরা।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ১২ রানের মাথায় আজিঙ্কা রাহানের উইকেট হারায় দলটি। ৭ বলে ৯ রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে।
অবশ্য শুরুতে উইকেট হারালেও অধিনায়ক রিতুরাজ ও ড্যারিল মিচেলের ব্যাটে দারুণ জুটি গড়ে চেন্নাই। এই জুটিতে আসে ৫৭ রান। দলীয় ৬৯ রানে রিতুরাজের বিদায়ে ভাঙে এই জুটি। ২১ বলে ৩২ রান করেন এই ব্যাটার। পরের বলেই ফেরেন আরেক ব্যাটার শিবাম দুবে। রানের খাতাই খুলতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
এরপর আরেক তারকা ব্যাটার মিচেলও সাজঘরের পথ ধরেন। দলীয় ৭৫ রানের মাথায় ১৯ বলে ৩০ রান করে ফেরেন এই ডানহাতি ব্যাটার। এরপর শেষদিকে জাদেজা ও শারদুল ঠাকুরদের ব্যাটে চড়ে মাঝারি সংগ্রহ দাঁড় করায় দলটি। বল হাতে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রাহুল চাহার ও হার্শাল প্যাটেল।