দারুণ শুরুর পর ফিরলেন তানজিদ
লক্ষ্যটা মাত্র ১৩৯ রানের, টি-টোয়েন্টির হিসেবে যা খুব একটা চ্যালেঞ্জিং নয়। সেই সহজ লক্ষ্য তাড়ায় নেমে দারুন শুরু করেন দুই ব্যাটার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। তানজিদের বিদায়ের আগে স্কোরবোর্ডে ৪১ রান তোলে বাংলাদেশ।
আজ রোববার (৫ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন তানজিদ ও লিটন। দলীয় ৪১ রানের মাথায় তামিমের বিদায়ে ভাঙে এই জুটি। এন্ডলোভুর বলে বেনেটের হাতে ক্যাচ তুলে ফেরেন সাজঘরে। ১৯ বলে ১৮ রান আসে তার ব্যাট থেকে।
চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪১ রানে ৭ উইকেট হারানো জিম্বাবুয়ে তুলেছিল ১২৪। এবার একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত দাঁড় করালো ৭ উইকেটে ১৩৮ রানের সংগ্রহ। অর্থাৎ জিততে হলে ১৩৯ করতে হবে বাংলাদেশকে।