সাংবাদিকদের পাত্তাই দিলেন না বাংলাদেশের সহকারি কোচ
গণমাধ্যমের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের যেন অদ্ভুত এক বৈরিতা! কখনও তামিম-সাকিবরা বলেন, মিডিয়া কী বলল তাতে কিছু যায় আসে না। কখনও সাংবাদিকদের দেখলে ক্ষেপে ওঠেন লিটন দাস। এবার বাংলাদেশ দলের সহকারি কোচ নিক পোথাসও যেন তার কথায় উড়িয়ে দিলেন গণমাধ্যমকে। জানালেন– কে কী লিখল, তাতে কেয়ার করেন না।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টি আগামীকাল মঙ্গলবার (৭ মে) অনুষ্ঠিত হবে। এর আগে চট্টগ্রামে আজ ছিল ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন। সেখানে ছিলেন নিক পোথাস। গণমাধ্যমের মুখোমুখি হলে বেশ কড়া সুরেই কথা বলেন তিনি।
জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভাবা হলেও মাঠের ক্রিকেটে নেই তার প্রতিফলন। নিজেদের গড়ে নেওয়া, ভুল শোধরানোর বালাই নেই। কোনোভাবে সিরিজ জেতাই লক্ষ্য। প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে না, হচ্ছে না পরীক্ষা-নিরীক্ষা। এসব নিয়ে প্রশ্ন তুলতেই পোথাস পাল্টা প্রশ্ন ছুঁড়লেন। তার জিজ্ঞাসা, আমরা হেরে গেলে আপনারা কী লিখবেন?
নিক পোথাস বলেন, ‘আমি আপনাদের (সাংবাদিকদের) একটা প্রশ্ন করতে চাই। আমরা হেরে গেলে আপনারা কী লিখবেন? জিতলেই বা কী লিখবেন? আপনাদের প্রত্যাশাও পূরণ করতে হয় আমাদের। আমাদের প্রথম লক্ষ্য সিরিজ জেতা। পরীক্ষা-নিরীক্ষা পরে হবে। আন্তর্জাতিক সিরিজ খেললে আগে জয়ের কথা ভাবতে হয়। তবে, আপনারা কী লিখছেন তা নিয়ে মাথা ঘামাচ্ছি না।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। সিরিজের বাকি আছে তিন ম্যাচ। একটি জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে। তবে, জিম্বাবুয়েকে পেয়ে বিশ্বকাপের আগে প্রস্তুতির চেয়ে সিরিজ জয়ের অতিরিক্ত তাড়না এবং এটি নিয়ে দলের ডোন্ট কেয়ার ভাব—অদ্ভুতই বটে!