বিশ্বকাপের দল নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
আগামী ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে আছে এক মাসের কম সময়। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছিল আইসিসি। গত ১ মে ছিল শেষ দিন। এর মধ্যে অনেক দল নিজেদের দল ঘোষণা করলেও বাংলাদেশ সেটি প্রকাশ করেনি। আইসিসির কাছে অবশ্য পাঠিয়ে দিয়েছে প্রাথমিক স্কোয়াড।
বাংলাদেশের বিশ্বকাপ দলে কারা আছে, সেটি নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের মতে, বিশ্বকাপের দলে কারা থাকবেন, সেটি যে কাউকে জিজ্ঞেস করলেও বলে দেবে।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৬ মে) অনুষ্ঠিত হয় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেষ রাউন্ডের ম্যাচ। আগেই শিরোপা নিশ্চিত করা ঢাকা আবাহনীর হাতে ট্রফি তুলে দেন পাপন। ম্যাচ শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। সেখানেই কথা বললেন বিশ্বকাপের স্কোয়াড নিয়ে।
পাপন বলেন, ‘বিশ্বকাপের প্রাথমিক একটা দল পাঠানো হয়েছে। সেরা একাদশ অনেকটাই নিশ্চিত। যে কাউকে জিজ্ঞেস করলেও বলে দিতে পারবে কারা সুযোগ পাবেন। এর বাইরে কারও চোট আছে কি না বা ছোটোখাটো কিছু বিষয় দেখার আছে নির্বাচকদের। ফিনিশিংয়ের কিছু বিষয় বাকি আছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিয়ে হচ্ছে সমালোচনা। এটি কতটা ফলপ্রসূ সেই প্রসঙ্গে পাপন জানান, এটা প্রস্তুতি সিরিজ না।
পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। এটি প্রস্তুতি সিরিজ নয়। আইসিসির সূচিতে থাকা খেলা। না খেলে ওদের পয়েন্ট দিয়ে দিতে পারি না। প্রস্তুতি নেওয়ার সময় এখন নয়। বিশ্বকাপের প্রস্তুতি আগেও শুরু হওয়া উচিত ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ, বিপিএল দিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার কথা।’