সিরিজ নিশ্চিতের ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনায়াসে জিতেছে বাংলাদেশ। শান্তদের সামনে সুযোগ তৃতীয় ম্যাচ জিতে ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি সিরিজ নিশ্চিতের। সেই লক্ষ্যে সাগরিকায় টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতে বেছে নেন বোলিং। এই সিরিজে এটাই তাদের প্রথম টসে জেতা। আগের দুই ম্যাচে বাংলাদেশও টস জিতে বোলিং বেছে নিয়েছিল।
এই ম্যাচের মাধ্যমে চলমান সিরিজের চট্টগ্রাম পর্বের শেষ হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচ ঢাকায়। এরপর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাবে ক্রিকেটাররা।
প্রথম দুই ম্যাচে সাগরিকার উইকেটে মেলেনি রানের দেখা। যা বেশ দুশ্চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। সামনেই বিশ্বকাপ এর আগে এমন লো-স্কোরিং ম্যাচ খেলে ঠিকঠাক প্রস্তুতি নিতে পারছে না ব্যাটাররা। প্রতিপক্ষ খুব একটা শক্তিশালী না হওয়ায় বড় কোনো পরীক্ষায় পড়তে হচ্ছে না তাসকিনদের।
প্রথম দুই ম্যাচে তাসকিন-শরিফুল-সাইফুদ্দিনদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি জিম্বাবুয়ে ব্যাটাররা। তৃতীয় টি-টোয়েন্টিতে কি ঘুরে দাঁড়াতে পারবে সিকান্দার রাজার দল। নাকি আজই সিরিজ নিশ্চিত করে ফেলবে শান্তরা। সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা।