দুবারের চেষ্টাতেও কলকাতায় নামতে পারেনি কেকেআরের বিমান
লখনৌ সুপার জায়ান্টকে ৯৮ রানের বড় ব্যবধানে হারিয়ে একদিন পর কলকাতার পথে রওনা দেয় কলকাতা নাইট রাইডার্স। লখনৌ থেকে কলকাতার বিমানে গতকাল সোমবার (৬ মে) উঠলেও, কেকেআর টিম কলকাতা পৌছেছে আজ দুপুরে। এর মধ্যে মাঝ আকাশে গুয়াহাটি ও ভারানসি ঘুরেছে।
এমনটি হয়েছে মূলত বাজে আবহাওয়ার কারণে। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কলকাতায় বাজে আবহাওয়ার ফলে দুবার ফ্লাইট ঘুরিয়ে অন্যদিকে নিতে হয়েছে। প্রথমবার গুয়াহাটি, পরেরবার ভারানসি বিমানবন্দরে নামে কলকাতা খেলোয়াড়দের বহনকারী বিশেষ বিমান।
কাল ভারতের স্থানীয় সময় সন্ধ্যা পৌণে ছয়টায় দলটি লখনৌ ছাড়ে। কলকাতায় নামার কথা ছিল ৭টা ২৫মিনিটে। তবে, কর্তৃপক্ষ বিমান সংশ্লিষ্টদের জানিয়ে দেয় আবহাওয়া খারাপ। কলকাতায় এই মূহুর্তে যেন না নামে। বিমানটি তখন গুয়াহাটিতে চলে যায়। রাত ১১টা নাগাদ কলকাতা থেকে ক্লিয়ারেন্স পেলেও ঘণ্টা দুয়েক পর ফের জানানো হয় আবহাওয়া ফের প্রতিকূল।
এরপর রাতে ভারানসিতে নামেন খেলোয়াড়রা। একটি হোটেলে থাকেন। সেখান থেকে আজ রওনা দেন কলকাতার উদ্দেশে। অবশেষে দুপুরে গন্তব্যে এসে পৌঁছায় কেকেআরের বিমান। ক্লাব কর্তৃপক্ষ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে ঠাট্টাচ্ছলে লেখে, ‘লখনৌ, গুয়াহাটি, ভারানসির পর অবশেষে কলকাতায়। কলকাতার এখন আবহাওয়া কেমন?’