দর্শকের আইফোন ভাঙলেন চেন্নাই তারকা, এরপর যা হলো
ক্রিকেটারদের চার-ছক্কা গ্যালারিতে আচড়ে পড়া নতুন ঘটনা নয়। খেলার মাঠে এটি খুব পরিচিত চিত্রই। মাঝে মাঝে ক্রিকেটারদের লম্বা শট গ্যালারিতে এলে ক্যাচ লুফে নেন দর্শকরা। আবার কেউ কেউ বল পড়ে আহতও হন। আইপিএলেও দেখা গেল এমনই চিত্র।
চেন্নাই তারকা ড্যারিল মিচেলের শটের আঘাতে আহত হন এক দর্শক। এমনকি ভেঙে যায় তার আইফোন। পরে অবশ্য যা হলো তাতে মন ভালো হওয়ারই কথা—ওই দর্শকের।
গত ৫ মে ঘটনাটি ঘটে ধর্মশালার স্টেডিয়ামে। যেখানে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও পাঞ্জাব কিংস। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ম্যাচের আগে অনুশীলনে ব্যাট করছিলেন চেন্নাই তারকা মিচেল। অনুশীলনে তিনি পুল মারার চেষ্টা করেছিলেন। একদম বাউন্ডারি লাইনের কাছেই চলছিল সেই অনুশীলন। কিন্তু হঠাৎ তার একটি শট গিয়ে লাগে এক দর্শকের হাতে। সঙ্গে সঙ্গে হাত ধরে বসে পড়েন ওই যুবক। মনে হচ্ছিল, ভালোই আঘাত পান তিনি। এরপর দেখা যায় তার হাতের আইফোনটিও ভেঙে গেছে।
পরে ওই যুবকের কাছে ছুটে যান মিচেল। গিয়ে খোঁজ নেন। তারপর ওই দর্শককে উপহার দেন নিজের হাতের একজোড়া গ্লাভস। যেখানে নিজের সাইনও করে দেন চেন্নাইয়ের বিদেশি তারকা। নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারের কাছে এমন উপহার পেয়ে কষ্ট ভুলে ক্যামেরার সামনে হাসিমুখেই ধরা দেন ওই যুবক। আইফোন ভেঙে যাওয়া কষ্ট ভুলে চেন্নাই ক্রিকেটারের সেই উপহার নিয়ে হাসিমুখে পোজ দেন তিনি। তাতে বুঝাই যায়, ফোন ভাঙলেও গ্লাভস পেয়ে খুশি ওই দর্শক।
তাঁর মারা শটে যুবক আহত হয়েছেন দেখে সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান মিচেল। তিনি খোঁজ নেন আঘাত গুরুতর কি না। পরে সেই যুবককে নিজের এক জোড়া গ্লাভস উপহার দেন তিনি। গ্লাভসে সইও করে দেন মিচেল। চেন্নাই ক্রিকেটারের সেই উপহার নিয়ে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায় সেই যুবককে।