বিশ্ব ফুটবল দিবসের অনুমোদন দিল জাতিসংঘ
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা যে ফুটবল, এটি কারও অজানা নয়। তবে, ফুটবলের জন্য এতদিন ছিল না কোনো বিশেষ দিবস। এবার সেই আক্ষেপও মিটছে ভক্তদের। মে মাসের ২৫ তারিখকে বিশ্ব ফুটবল দিবস ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘের সাধারণ পরিষদে সদস্য দেশগুলোর ভোটে চলতি বছর থেকে বিশ্ব ফুটবল দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফুটবল দিবস হিসেবে ২৫মে নির্ধারণ করার পেছনেও রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। ১৯২৪ সালের এই দিনে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল। সেটি ছিল ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। এমন ঐতিহাসিক দিবসের ১০০ বছর পূর্তিতে পালন করা হবে বিশ্ব ফুটবল দিবস।
বিশ্ব ফুটবল দিবস পালনের খসড়া প্রস্তাব পেশ করেন জাতিসংঘের স্থায়ী লিবিয়া প্রতিনিধি তাহের এম এল সনি। জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ১৬০টিরও বেশি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ফুটবল খেলার চেয়েও বেশিকিছু উল্লেখ করে এল সনি সাধারণ পরিষদে বলেছেন, ‘ফুটবল কিংবা কারও কাছে সকার, বিশ্বের এক নম্বর খেলা এবং বিশ্বজুড়ে অনুসরণ করা হয়। সব বয়সীরা মজার জন্য রাস্তায়, গ্রামে, স্কুলে এবং উঠোনেও খেলে, খেলা হয়ে থাকে প্রতিযোগিতা মূলকভাবেও।’
ডেনিস ফ্রান্সিসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ পরিষদে ১৯৩টি সদস্যদেশ সর্বসম্মতিক্রমে ২৫ মে বিশ্ব ফুটবল দিবসের পক্ষে ভোট দেয়। বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশনে ফুটবল ও অন্যান্য খেলাকে শান্তি, উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করতে সব দেশকে উৎসাহিত করা হয়।