‘বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি’, ম্যাচ হেরে বললেন বায়ার্ন কোচ
সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ করা সময়ের ১৩তম মিনিটে লক্ষ্যভেদ করেন বায়ার্নের ম্যাথিয়াস ডি লিট। তবে বল জালে জড়ানোর আগেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে গোল বাতিল হয়। রেফারির সেই সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। মাঠেই প্রতিবাদ জানান বায়ার্নের একাধিক খেলোয়াড়। ম্যাচ শেষে লাইন্সম্যান তার ভুলের জন্য ক্ষমা চাইলেও ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে বাভারিয়ানদের।
ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টিএনটি স্পোর্টসকে বায়ার্ন কোচ টুখেল বলেছেন, ‘সর্বনাশা সিদ্ধান্ত নিয়েছেন লাইন্সম্যান ও রেফারি। এই সিদ্ধান্তের কারণে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি বলে মনে হচ্ছে। দারুণ লড়াই হয়েছে, আমরা মাঠে সবটুকু দিয়েছি। ফাইনালের খুব কাছে পৌঁছেও গিয়েছিলাম। কিন্তু এখন রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাতে হচ্ছে।’
এরপর সংবাদ সম্মেলনেও ক্ষোভ ঝেড়েছেন টুখেল, ‘দুঃখ প্রকাশ করে এখন কোনো লাভ নেই। সবার সর্বোচ্চটা দিতে হয়েছে, ভুগতে হয়েছে, কোনো ভুল ছাড়াই খেলতে হয়েছে সবাইকে। সুতরাং রেফারিকেও সেই মানের হতে হবে। ঘটনা ঘটে যাওয়ার পর অজুহাত দিয়ে কোনো লাভ নেই। আপনি সেরা বলেই মাঠে। শেষ পর্যন্ত মাঠে আপনার কাছে সেরাটা প্রত্যাশা করা আমাদের অধিকার।’
অবশ্য বায়ার্নের এমন অভিযোগ মানতে নারাজ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তিনি বলেছেন, ‘মুভটা একেবারেই স্পষ্ট। লাইনসম্যান পতাকা তুলেছে, রেফারি বাঁশি বাজানোর পরই আমরা থেমে গেছি। তারা যদি এটা নিয়ে অভিযোগ করে, আমরা নাচোর বাতিল হওয়া গোলটি নিয়েও অভিযোগ করতে পারি।’