কোহলির ব্যাটে চড়ে বেঙ্গালুরুর বড় সংগ্রহ
নিয়মিত রান পেলেও ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হচ্ছিলেন বিরাট কোহলি। তবে, সব সমালোচনা পেছনে ফেলে আজ বৃহস্পতিবার (৯ মে) খেললেন দুর্দান্ত এক ইনিংস। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কোহলির ব্যাটে চড়ে ২০ ওভারে সাত উইকেটে ২৪১ রান করে আরসিবি।
ধর্মশালায় টস জিতে আরসিবিকে ব্যাটিংয়ে পাঠায় পাঞ্জাব। সুযোগ লুফে নেয় কোহলির দল। শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। দলীয় ১৯ রানে সাজঘরে ফেরেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৯ রান করে ফেরেন বিদ্যুৎ কাবেরাপ্পার বলে। বেশিক্ষণ টিকতে পারেননি উইল জ্যাকস। ১২ রান করা জ্যাকসকেও ফেরান কাবেরাপ্পা।
তবে, রজত পাতিদারের ব্যাটে শুরু হয় আরসিবির এগিয়ে যাওয়া। মাত্র ২৩ বলে ৫৫ রানের ঝলমলে ইনিংস খেলেন পাতিদার। তিনটি চার ও ছয়টি ছক্কায় সাজানো ইনিংসটি থামে স্যাম কারানের শিকার হয়ে। এরপর প্রায় পুরোটাই কোহলি শো। মাত্র আট রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৪৭ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৯২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। অর্শদ্বীপ সিংয়ের বলে রাইলি রসুর ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন কোহলি।
সাত বলে ১৮ রানের ক্যামিও খেলা দিনেশ কার্তিককে সাজঘরের পথ দেখান হার্শাল প্যাটেল। আরসিবির রানের চাকা থামতে দেননি ক্যামেরন গ্রিন। ২৭ বলে ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষ ওভারের শেষ বলে প্যাটেলের শিকার হন গ্রিন।
পাঞ্জাবের পক্ষে প্যাটেল তিনটি এবং কাবেরাপ্পা দুই উইকেট নেন।