অলিম্পিক ফুটবলের চূড়ান্ত পর্বে খেলবে কারা?
গ্রেটেস্ট শো অন আর্থ বলা হয় অলিম্পিক গেমসকে। সারা বিশ্বের ক্রীড়াবিদরা অপেক্ষায় থাকেন অলিম্পিকের। চলতি বছর অলিম্পিকের আসর বসবে প্যারিসে। অসংখ্য ইভেন্টের মধ্যে অন্যতম আকর্ষণীয় ফুটবল। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ বৃহস্পতিবার (৯ মে) নিশ্চিত করেছে কারা কারা অংশ নেবে এবারের অলিম্পিকে।
ব্রাজিলকে ছাড়াই অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট। এতে, অনেকটাই জৌলুস হারাবে ইভেন্টটি। তবে, বাছাই পর্ব পার হতে না পারায় খেলা হচ্ছে না ফুটবলের সবচেয়ে সফল দলটির। ব্রাজিল না থাকলেও খেলবে আর্জেন্টিনা। মোট ১৬ দল অংশ নেবে স্বর্ণপদকের লড়াইয়ে।
স্বাগতিক ফ্রান্স, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়াও যেসব দল অংশ নেবে—মিসর, ডমিনিকান রিপাবলিক, গায়ানা, ইরাক, ইসরায়েল, জাপান, মালি. মরক্কো, নিউজিল্যান্ড, প্যারাগুয়ে, স্পেন, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও উজবেকিস্তান।
অলিম্পিকে দেশগুলো তাদের অনূর্ধ্ব-২৩ ফুটবল দল পাঠিয়ে থাকে। মূল স্কোয়াডে ২৩ জনের দলে তিনজন ফুটবলার রাখা যায় ২৩ বছরের বেশি বয়সী। এই সুযোগে এবারের অলিম্পিকে খেলার সম্ভাবনা রয়েছে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার। আর্জেন্টিনা যুব দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো দলে তার পুরোনো সতীর্থদের চাইছেন। পাশাপাশি, মেসি ও ডি মারিয়া নিজেরাও ইচ্ছে প্রকাশ করেছেন অলিম্পিকে খেলার।