তারকা চার ফুটবলারকে বাদ দিয়ে কোপার দল ঘোষণা ব্রাজিলের
আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠে গড়াবে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার ৪৮তম আসর। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আগেভাগেই দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন কোচ দরিভাল জুনিয়রের সেই দলে জায়গা হয়নি তারকা চার ফুটবলারের।
গতকাল শুক্রবার (১০ মে) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করা হয়। চোটের কারণে প্রত্যাশিতভাবেই দলে নেই সবচেয়ে বড় তারকা নেইমার। গত ডিসেম্বরেই ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছিলেন চোট থেকে পুরোপুরি সুস্থ না হয়ে ওঠায় খেলতে পারবেন না তিনি।
তবে, নেইমার নয় সবচেয়ে বড় চমক ম্যানইউর তারকা মিডফিল্ডার কাসেমিরোর বাদ পড়া। এই বিষয়ে দরিভাল বলেন, ‘ম্যানচেস্টারে তিন মাস আগে তার সঙ্গে আমার কথা হয়েছে। তার এবং দল নিয়ে আমার ভাবনা কী, সেসব তাকে বুঝিয়ে বলেছি।’
কাসেমিরোর পাশাপাশি দলে জায়গা মেলেনি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার। অভিজ্ঞদের তুলনায় তরুণদের ওপর আস্থা রেখেছেন দরিভাল। মূলত সেই কারণেই জায়গা মেলেনি তাদের। বাদের তালিকায় আরও আছেন তারকা স্ট্রাইকার রিচার্লিসন। টটেনহ্যামের এই ফুটবলার মূলত চোটের কারণে দলে নেই। আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসেরও জায়গা হয়নি দরিভালের দলে।
প্রত্যাশিতভাবে ডাক পেয়েছেন মার্চে ইংল্যান্ড ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে চোখ ধাঁধানো পারফর্ম করা এন্ডরিক। ১৭ বছর বয়সী ফরোয়ার্ড দুটি ম্যাচেই গোল করে আলোচনায় আসেন। ইংল্যান্ডের বিপক্ষে ব্রাজিল জিতেছিল তার একমাত্র গোলে। এবার নিজের প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে আলো জ্বালানোর অপেক্ষায় রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া এন্ডরিক। এছাড়াও পোর্তোর ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন এই স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন।
ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াড:
গোলকিপার:
আলিসন, এডারসন, বেন্তো।
ডিফেন্ডার:
বেরালদো, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল, মারকুইনোস, দানিলো, ইয়ান কৌতো, গিলের্মে আরানাল, ওয়েন্দেল।
মিডফিল্ডার:
আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেজ, ডগলাজ লুইজ, হোয়াও গোমেজ, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড:
এন্ডরিক, ইভানিলসন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া, রদ্রিগো, সাভিনিও ও ভিনিসিয়াস জুনিয়র।
সর্বশেষ ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ২০২১ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে সেলেসাওরা। ব্যর্থতা ভুলে এবার ঘুরে দাঁড়াতে চায় দরিভাল শিষ্যরা।