আইপিএল নয় মুস্তাফিজের কাছে দেশ আগে
এবারের আইপিএলটা স্বপ্নের মতো কেটেছে পেসার মুস্তাফিজুর রহমানের। ৯ ম্যাচে ১৪ উইকেট নেওয়া এই পেসারকে তো এক পর্যায়ে জিম্বাবুয়ে সিরিজে না খেলিয়ে আইপিএলে খেলানোর দাবি তোলেন ভক্ত-সমর্থকদের অনেকেই। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষেও মত দেন বোর্ডের কর্তারাও। তবে, মুস্তাফিজ জানালেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নয়, তার কাছে দেশই আগে।
আইপিএলের দারুণ ছন্দ জিম্বাবুয়ে সিরিজেও ধরে রেখেছেন ফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভার বোলিং করে দিয়েছেন ১৫টি ডট। ডটের সঙ্গে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান এই বাঁহাতি বোলার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় মুস্তাফিজ বলেন, 'আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা স্লো ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে এটা আমাকে সাহায্য করেছে।'
সামনেই বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর। সেখানে মুস্তাফিজ থেকে সেরাটাই চাইবে টিম ম্যানেজমেন্ট। আইপিএলের পর জাতীয় দলের জার্সিতে যে ছন্দে আছেন মুস্তাফিজ তাতে বেশ আশাবাদী ভক্তরা। বিশ্বকাপের আগে এখনো আরও চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। সেই ম্যাচগুলোতে পারফর্ম করে নিজেকে আরও প্রস্তুত করতে মরিয়ে এই তারকা পেসার।