মোহামেডানকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
প্রিমিয়ার লিগে এবারও আধিপত্য ধরে রাখল বসুন্ধরা কিংস। মোহামেডানের সঙ্গে ম্যাচটিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই। রোমাঞ্চকর ম্যাচে মোহামেডানকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা কিংস।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে আজ শনিবার (১১ মে) মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হলো কিংসদের। বাকি তিন ম্যাচে জিতে ট্রফি উৎসব করবে ব্রুসনের দল।
এর আগে প্রথম লেগে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরেছিল বসুন্ধরা। তাই দ্বিতীয় লেগকে ঘিরেও উত্তাপ সৃষ্টি হয়। কিন্তু সেই উত্তাপে জল ঢেলে অষ্টাদশ মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। শেখ মোরসালিনের ছোট পাস ধরে দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল ঠিকানায় পাঠান দোরিয়েলতন।
ম্যাচের ৬৫তম মিনিটে ম্যাচে ফেরে মোহামেডান। প্রতিপক্ষের ডি বক্সের ভেতরে ঢুকে দারুণ শটে দলকে সমতায় ফেরান মিনহাজ রাকিব। কিন্তু এই সমতা ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধের যোগ করা শেষ সময়ের দ্বিতীয় মিনিটেই মোহামেডানকে স্তব্ধ করে আবারও লিড নিয়ে ফেলে কিংসরা। তাতেই জয়ের উৎসবে মাতে তারা। আর হতাশায় মাঠ ছাড়ে মোহামেডান।
২০১৯ সালের ২৫ জুলাই অভিষেক মৌসুমেই প্রিমিয়ার লিগ জিতেছিল করপোরেট দলটি। ২০২০ সালে লিগ হয় স্থগিত। এরপর এই নিয়ে টানা পাঁচবার প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে বসুন্ধরা।