শুরুতেই তামিম-সৌম্যকে হারাল বাংলাদেশ
গত ম্যাচে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ তামিম দারুন শুরু এনে দেন বাংলাদেশকে। পঞ্চম টি-টোয়েন্টিতে সেই ছন্দ ধরে রাখতে পারেননি তারা। দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। তামিমের পর সাজঘরে ফিরতে সময় নেননি সৌম্যও।
আজ রোববার (১২ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে ভালো শুরুর ইঙ্গিত দিলেও দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় স্বাগতিকরা। ব্লেসিং মুজারাবানির শর্ট লেন্থ ডেলিভারিতে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন তামিম। ৫ বল খেললেও ২ রানের বেশি করতে পারেননি তিনি।
তামিমের পর দ্রুতই সাজঘরে ফেরেন সৌম্য। দলীয় ৯ রানের মাথায় ব্রায়ান বেনেটের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শন উইলিয়ামসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৭ বলে ৭ রান করেন তিনি।
জয়-পরাজয় ছাপিয়ে বাংলাদেশের মূল লক্ষ্য বিশ্বকাপের প্রস্তুতি। যেমনটা—সিরিজ শুরুর আগে থেকেই জানিয়ে আসছেন ক্রিকেটাররা। যদিও সেই হিসেবে মাঠে প্রতিফলন হয়নি। বিশ্বকাপের আগে এখনও বাংলাদেশের মাথাব্যথার কারণ ব্যাটিং। শুরুর তিন ম্যাচে ডুবিয়েছেন টপ অর্ডাররা। আরও স্পষ্ট করলে ওপেনিং জুটি। চতুর্থ ম্যাচে ওপেনিং জুটি আশার আলো দেখালেও সেই ঘুরেফিরে ব্যর্থ বাকিরা। তাই এই ম্যাচে দল হিসেবে জ্বলে উঠতে চান শান্ত-সাকিবরা।