বিশ্বকাপের আগেই বাংলাদেশ-ভারত লড়াই, কবে-কোথায়?
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ। এবার বাংলাদেশ দলের নেক্সট মিশন যুক্তরাষ্ট্র সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে আগামী ১৫ মে রাতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা। সেই সিরিজের পরই নামতে হবে বিশ্বকাপ অভিযানে।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ শুরু হবে আগামী ২১ মে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ও ২৫ মে। ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। জিম্বাবুয়ে সিরিজের ব্যাটিংয়ের যে দৈন্যতা ফুটে উঠেছে, তা এই সিরিজে কাটিয়ে উঠতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বিশ্বকাপের আগে প্রতিটি দল প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেই হিসেবে আগামী ২৮ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও এই বিষয়ে এখনও খুব একটা আগ্রহ প্রকাশ করেনি বিসিবি। তবে, বিসিবির একটি সূত্র জানিয়েছে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী কাউকে চেয়েছে বোর্ড।
আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ না করলেও অনেকটাই নিশ্চিত যে, প্রতিপক্ষ হিসেবে ভারতকেই পাচ্ছে বাংলাদেশ। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কে আগামী ১ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়। এর আগে ২০২২ বিশ্বকাপের সুপার টুয়েলভে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। লড়াই করেও সেই ম্যাচে ৫ রানে হারতে হয় শান্তদের।
টি–টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউইয়র্কে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ আগামী ৮ জুন, খেলা শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শুরু রাত সাড়ে ৮টায়।