দুই তারকাকে ছাড়াই নেদারল্যান্ডসের বিশ্বকাপ দল ঘোষণা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস আছে বাংলাদেশের গ্রুপে। বিশ্বকাপকে সামনে রেখে আজ সোমবার (১৩ মে) অরেঞ্জ আর্মিরা নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে। দুই অভিজ্ঞ তারকাকে ছাড়াই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরবে দলটি।
ডাচদের অন্যতম দুই অভিজ্ঞ ক্রিকেটার অলরাউন্ডার রল্ফ ফন ডার মারউই এবং ব্যাটার কলিন অ্যাকারম্যান নেই বিশ্বকাপ দলে। দলে আছেন দুই তরুণ তুর্কি স্পিনার টিম প্রিঙ্গেল এবং ওপেনার মাইকেল লেভিট। দলের সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকছেন কাইল ক্লেইন।
অধিনায়কত্বের গুরুদায়িত্ব থাকছে যথারীতি উইকেটরক্ষক ব্যাটার স্কট এডওয়ার্ডসের কাঁধে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে বিশ্বকাপে যাচ্ছে নেদারল্যান্ডস। ডাচদের প্রধান কোচ রায়ান কুক বলেন, ‘আমরা একটি চমৎকার দল গঠন করেছি। দলে ভারসাম্য আছে। বড় পরিসরে পারফর্ম করার ব্যাপারে ছেলেরা আত্মপ্রত্যয়ী। সব খেলোয়াড় যথেষ্ট ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপের বিমানে উঠবে।’
বিশ্বকাপে নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ আগামী ৪ জুন, নেপালের বিপক্ষে। দলটি বাংলাদেশের মুখোমুখি হবে আগামী ১৩ জুন।
বিশ্বকাপে নেদারল্যান্ডসের স্কোয়াড
স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), আরিয়ান দত্ত, বাস ডি লিড, ড্যানিয়েল ডুরাম, ফ্রেড ক্লাসেন, লোগান ফন বিক, ম্যাক্স ও’দৌদ, মাইকেল লেভিট, পল ফন মিকেরেন, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেচ, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রম সিং, ভিভ কিংমা, ওয়েসলি বারেসি।