আইপিএল ছাড়ছেন ইংলিশ ক্রিকেটাররা
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি আর ১৮ দিন। আগামী ১ জুন থেকে শুরু হবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে আইপিএল ছাড়লেন ইংল্যান্ড ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। চলতি আসরে তিনি খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে।
ইএসপিএনক্রিকইনফোতে আজ সোমবার (১৩ মে) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, লিভিংস্টোনের হাঁটুতে চোট আছে। বিশ্বকাপের আগে চোট সারাতে এবং নিজেকে প্রস্তুত করতে আইপিএল ছাড়লেন এই তারকা।
লিভিংস্টোন ছাড়াও ইতোমধ্যে আইপিএল থেকে দেশে ফিরেছেন দুই ইংলিশ তারকা উইল জ্যাকস ও রিচি টপলি। এই সপ্তাহে দেশে ফিরবেন জস বাটলারও। মঈন আলী, স্যাম কারান, ফিল সল্টও এই সপ্তাহেই ধরবেন ইংল্যান্ডের বিমান। এদের প্রত্যেকেই আছেন ইংল্যান্ডের ঘোষিত বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে। টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের প্রস্তুত করতেই তাদের ফিরে যাওয়া।
আইপিএল ছাড়া প্রসঙ্গে লিভিংস্টোন বলেন, ‘পাঞ্জাব কিংসকে আরও একবার ধন্যবাদ। ভক্তরা দারুণ সমর্থন দিয়েছেন। এই বছরের জন্য আামার আইপিএলের এখানেই সমাপ্তি। বিশ্বকাপের আগে নিজেকে প্রস্তুত করতে হবে। হাঁটুর চোটটা সারিয়ে তুলতে হবে।’
আগামী ১ জুন থেকে শুরু হয়ে বিশ্বকাপ চলবে ২৯ জুন পর্যন্ত। এবারই প্রথম ২০টি দল অংশ নিচ্ছে আসরে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের ৯টি ভেন্যুতে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ৩৯টিই হবে ওয়েস্ট ইন্ডিজে। যুক্তরাষ্ট্রে ভেন্যু তিনটি, বাকি ছয়টি ক্যারিবিয়ান দীপপুঞ্জে।