বাংলাদেশের জার্সিতে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষিত হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। আগামী ২ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের মধ্যে বাংলাদেশ প্রায় সবার শেষে দল ঘোষণা করেছে। পাকিস্তান বাকি আছে এখনও।
বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ছয়জনই নেই এবারের বিশ্বকাপে। অন্যদিকে, বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে ঠিক ছয়জনের এটি প্রথম বিশ্বকাপ।
এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাওয়া ছয়জন হলেন—তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। ২০২২ বিশ্বকাপের স্কোয়াডে থাকা তারকাদের মধ্যে মূল দলে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
গতবার মূল দলে থাকলেও এবার দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। ২০২২ এর আসরে দলে না থাকলেও এবার ফিরেছেন মাহমুদউল্লাহ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কাঁধেই ছিল অধিনায়কের দায়িত্ব।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্ত-সাকিবদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপপর্বে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।