গত বিশ্বকাপে ছিলেন, এবার পুড়েছে কপাল
শেষ টি-টোয়েন্টির আসর বসেছিল অস্ট্রেলিয়ায়। সেবার বাংলাদেশ দলের হয়ে বিশ্ব মঞ্চে খেলার সুযোগ পেয়ে অনেকেই পারেননি জায়গা ধরে রাখতে পারেননি। তাই স্বাভাবিকভাবেই পুড়েছে কপাল। সেই সুযোগটা কাজে লাগিয়েছেন তরুণরা। নতুন করে ছয় তরুণ জায়গা করে নিয়েছেন আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে।
আজ মঙ্গলবার (১৪ মে) নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। গত কয়েক সিরিজে দেশের হয়ে খেলারাই আছেন এবারের দলে। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ছাড়া তেমন কোনো চমক নেই। তবে অস্ট্রেলিয়ায় খেলে আসা ছয়জনই নেই এবারের দলে। তারা হলেন—ইয়াসির রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।
এই দলের মধ্য ইবাদত হোসেন অবশ্য ইনজুরির কারণে যেতে পারছেন না। বাকিদের বিবেচনা করা হয়নি পারফরম্যান্স বিচারে।
এদিকে আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। এবারই প্রথম বিশ্বকাপে খেলতে যাওয়া ছয়জন হলেন—তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, জাকের আলি অনিক, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম।
২০২২ বিশ্বকাপের স্কোয়াডে থাকা তারকাদের মধ্যে মূল দলে আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
গতবার মূল দলে থাকলেও এবার দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন ও হাসান মাহমুদ। ২০২২ এর আসরে দলে না থাকলেও এবার ফিরেছেন মাহমুদউল্লাহ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কাঁধেই ছিল অধিনায়কের দায়িত্ব।
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামী ৮ জুন। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্ত-সাকিবদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপপর্বে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মেহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।