প্লে-অফে টিকে থাকতে লখনৌকে বড় লক্ষ্য দিল দিল্লি
দুদলেরই পয়েন্ট সমান ১২। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের এটি শেষ ম্যাচ। জিতলে বেঁচে থাকবে প্লে-অফের আশা। হারলে বিদায়। অন্যদিকে, লখনৌ সুপার জায়ান্টের হাতে আছে দুটি ম্যাচ। শেষ দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৬। নিশ্চিত না হলেও সম্ভাবনা থাকবে শেষ চারে যাওয়ার। এমন সমীকরণ মাথায় নিয়ে আইপিএলে আজ মঙ্গলবার (১৪ মে) মুখোমুখি হয়েছে দিল্লি ও লখনৌ।
অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে দিল্লিকে ব্যাটিংয়ে পাঠায় লখনৌ। ঘরের মাঠে আগে ব্যাট করে ২০ ওভারে চার উইকেট হারিয়ে দিল্লির সংগ্রহ ২০৮ রান।
টস হেরে ব্যাটিংয়ে নামা দিল্লির শুরুটা হয়েছে যাচ্ছেতাই। শূন্য রানে আরশাদ খানের শিকার হয়ে সাজঘরে ফেরেন জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক। তবে, অপর ওপেনার অভিষেক পরেলের ব্যাট থেকে আসে হাফসেঞ্চুরি। ৩৩ নাভিন উল হকের বলে আউট হওয়ার আগে ৩৩ বলে পাঁচটি চার ও চারটি ছক্কায় ৫৮ রান করেন পরেল। ওয়ানডাউনে নামা শাই হোপের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৮ রান। তাকে ফেরান রবি বিসনয়ী।
আগ্রাসী ঢংয়ে খেলতে থাকা দিল্লির চতুর্থ ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন অধিনায়ক ঋষভ পন্ত। ২৩ বলে ৩৩ করে নাভিনের বলে বিদায় নেন পন্ত। পরের পথটুকু দিল্লিকে এগিয়ে নেন ত্রিস্তান স্তাবস ও অক্ষর প্যাটেল মিলে। এই জুটিতে আসে ২২ বলে অবিচ্ছিন্ন ৫০ রান। ঝড়ো গতির এক ফিফটিতে অপরাজিত থাকেন স্তাবস। ২৫ বলে তিনটি চার ও চারটি ছক্কায় ৫৭ রান করেন তিনি। ১০ বলে ১৪ রানে অপরাজিত থাকেন প্যাটেল।
লখনৌর পক্ষে নাভিন দুটি এবং আরশাদ ও বিসনয়ী একটি করে উইকেট নেন।