সাইফউদ্দিনের বাদ পড়া ইস্যুতে মুখ খুললেন হাথুরুসিংহে
প্রথম ধাপে আইসিসির কাছে যে দল পাঠিয়েছিল বাংলাদেশ, সেখানে ছিলেন মোহাম্মদ সাউফউদ্দিন। তবে সদ্য সমাপ্ত জিম্বাবুয়ে সিরিজে আস্থার প্রতিদান দিতে পারেননি এই অলরাউন্ডার। যার কারণে তাকে বাদ দিয়ে তানজিম হাসান সাকিবকে বিশ্বকাপ দলে অন্তর্ভূক্ত করেছেন নির্বাচকরা। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিষয়টি নিয়ে এবার কথা বললেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আজ বুধবার (১৫ মে) দেশ ছাড়ার আগে অফিশিয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশ দল কতটা প্রস্তুত, এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আমাদের প্রস্তুতি খুবই ভালো। চট্টগ্রামে আমরা প্রস্তুতি ক্যাম্প করেছি। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি। কিছু জায়গায় হয়তো আরও ভালো করার সুযোগ ছিল। টি-টোয়েন্টিতে প্রতিটি ম্যাচে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে, সবমিলিয়ে প্রস্তুতিতে আমি বেশ সন্তুষ্ট।’
সাইফউদ্দিনকে না নেওয়ার প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আসলে আমরা সাকিব-সাইফউদ্দিন দুজনকেই সুযোগ দিয়েছি। তবে, সাইফউদ্দিনের তুলনায় কিন্তু সাকিব জোরো বল করতে পারে, যেটি কাজে লাগবে আমাদের। চাপের মুহুর্তে সাকিব যেভাবে বোলিং করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। সে অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে। সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে হাথুরুসিংহের ভাষ্য, ‘কিছু ম্যাচে আমরা ভালো শুরু পেয়েছি। আবার কিছু ম্যাচে ভালো শুরু পাইনি। টি-টোয়েন্টি পুরো ভিন্ন খেলা। যেকোনো কিছুই ঘটতে পারে। আর ব্যাটারদের জন্য কাজটা আরও কঠিন। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে আমরা পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাব, আশাকরি সেই ম্যাচগুলোতে এই দুর্বলতা কাটিয়ে উঠবেন ওপেনাররা।’