না থেকেও দলকে শুভকামনা সাইফউদ্দিনের
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দল ঘোষণার পর শুধু একটা নাম নিয়েই আলোচনা। তিনি হলেন—মোহাম্মদ সাইফউদ্দিন। এই পেস অলরাউন্ডারের বদলে তানজিম সাকিবকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। যা মোটেও পছন্দ হয়নি ক্রিকেটপ্রেমীদের। তাই সাইফউদ্দিন কেন নেই এই নানা প্রশ্ন সবার মাঝে। প্রশ্নের উত্তরও ধাপে ধাপে দিয়েছেন নির্বাচক কিংবা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
কিন্তু, ক্রিকেট পাগল বাঙালিদের আলোচনা কি আর থামে তাতে! এদিকে সেই বাদ পড়া সাইফউদ্দিন না থেকেও সতীর্থদের জানালেন ভালোবাসা। বাংলাদেশের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াদের শুভকামনা জানিয়েছেন এই পেসার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বকাপ স্কোয়াডের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুভকামনা’।
হয়তো নিজেও হতে পারতেন এই ছবির অংশ। কিন্তু তাকে টপকে সুযোগটা পেয়ে গেছেন তরুণ পেসার তানজিম। সাইফউদ্দিনকে না নেওয়ার প্রসঙ্গে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘আসলে আমরা সাকিব-সাইফউদ্দিন দুজনকেই সুযোগ দিয়েছি। তবে, সাইফউদ্দিনের তুলনায় কিন্তু সাকিব জোরো বল করতে পারে, যেটি কাজে লাগবে আমাদের। চাপের মুহুর্তে সাকিব যেভাবে বোলিং করেছেন, তা আমাকে মুগ্ধ করেছে। সে অনেকদিন ধরেই দলের সঙ্গে আছে। সেই বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।’
বিশ্বকাপ দলে সাইফউদ্দিনের সুযোগ না পাওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘গত ৩০ তারিখে যে দলটাকে নির্বাচন করেছিলাম আইসিসিতে দেওয়ার জন্য, সেটা ছিল পুরোপুরি ভিন্ন প্রেক্ষাপটে। অনেকের চোট ছিল, কিছু প্লেয়ার অফফর্মে ছিল। সেখানে আমরা সাইফউদ্দিনকে রেখেছিলাম পরখ করে দেখার জন্য। কারণ সে যেহেতু চোট কাটিয়ে ফিরেছে, তাই কেমন করে সেই আস্থা থেকেই দলে সুযোগ দেওয়া হয়েছিল।’
গাজী আশরাফ হোসেন আরও যোগ করেন, ‘আমাদের মনে হয়েছে আমাদের প্রত্যাশা ও আস্থার জায়গাটাতে সে পিছিয়ে ছিল। সাইফউদ্দিনের জায়গায় তানজিম হাসান সাকিব এগিয়ে ছিল, সেই কারণেই তাকে দলে নেওয়া। তবে, সাইফউদ্দিন আমাদের নজরেই আছে।’