বাংলাদেশের ক্রিকেট ভক্তদের নিয়ে যা বললেন পাপন
বিশ্বকাপের স্বপ্নযাত্রা থেকে এক পা দূরে বাংলাদেশ। আজ বুধবার (১৫ মে) মধ্যরাতে বিশ্বকাপের বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে শেষ দিন বেশ ব্যস্ততায় কেটেছে বাংলাদেশের। অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের আনুষ্ঠানিক ফটোসেশন। দলের সঙ্গে ফটোসেশনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপন।
ফটোসেশনের পর বিসিবি সভাপতি দলকে শুভকামনা জানানোর পাশাপাশি বিশ্বকাপে নিজের প্রত্যাশার কথা বলেন। এছাড়া ,বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের বেশ প্রশংসা করেছেন তিনি। দেশের ক্রিকেট আজকের অবস্থানে আসার পেছনে ভক্তদের অবদানের কথা জানিয়েছেন পাপন।
বিসিবি সভাপতি বলেন, ‘আজকে বাংলাদেশ ক্রিকেট যে জায়গায় এসেছে এর পেছনে দর্শকদের একটা বিরাট অবদান আছে। আমরা যখনই দেশ কিংবা দেশের বাইরে খেলতে যাই, দেখি অনেক সমর্থক। অনেকে দূর-দূরান্ত থেকে আসেন। বিশেষ করে বিশ্বকাপে। যুক্তরাষ্ট্রে প্রচুর বাংলাদেশি থাকে। আশা করি, তারা মাঠে যাবেন এবং আমাদের সমর্থন করবেন।’
বিশ্বকাপ দল নিয়ে প্রত্যাশা প্রসঙ্গে পাপন বলেন, ‘আমাদের ধাপে ধাপে চিন্তা করা উচিত। প্রথমে চিন্তা করা উচিত দ্বিতীয়পর্বে যাওয়া। এজন্য গ্রুপপর্বের যে চারটা ম্যাচ আছে, সেগুলো নিয়ে ভাবা। তারমধ্যে প্রথম দুটি ম্যাচ (শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খুব গুরুত্বপূর্ণ। আশা করব, গ্রুপপর্বের চারটা ম্যাচে ভালো খেলে দ্বিতীয়পর্বে যেন যেতে পারে। এরপর অন্য চিন্তা করা যাবে।’