শান্তর নেতৃত্ব নিয়ে কী বললেন মাহমুদউল্লাহ?
মাহমুদউল্লাহর নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেই আসরে গ্রুপপর্ব থেকে বাদ পড়ে বাংলাদেশ। ব্যর্থতার বৃত্তে বন্দি মাহমুদউল্লাহর জায়গা হয়নি ২০২২ সালের আসরে। তবে, মাহমুদউল্লাহ এখন বাংলাদেশ দলে অটোচয়েজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অন্যতম ভরসা হিসেবেই যুক্তরাষ্ট্রে গিয়েছেন।
দেশ ছাড়ার আগে ক্রিকেটাররা কেউ দোয়া চেয়েছেন, কেউ ব্যক্ত করেছেন ভালো খেলার প্রত্যাশা। দলে থাকলেও মাহমুদউল্লাহ এবার অধিনায়ক নন। অধিনায়কত্বের দায়িত্ব নাজমুল হোসেন শান্তর কাঁধে। যিনি ইতোমধ্যে নিজের নেতৃত্বগুণে মুগ্ধ করেছেন সবাইকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে আজ বৃহস্পতিবার (১৬ মে) কথা বলতে দেখা যায় মাহমুদউল্লাহকে। শান্তর অধিনায়কত্বের প্রশংসা করেন তিনি। মাহমুদউল্লাহ বলেন ‘তার (শান্তর) নেতৃত্বগুণ দারুণ। সে ভালো করছে। আশা করি, তার যে নেতৃত্বের দক্ষতা আছে, সে অনেকদূর যাবে। বাংলাদেশের জন্য ভালো কিছু করবে।’
এর আগে গতকাল বাংলাদেশ অধিনায়ক শান্ত কথা বলেছিলেন বিশ্বকাপে দেশের প্রত্যাশা নিয়ে। তিনি বলেন, ‘দলের প্রত্যেক খেলোয়াড়ই প্রত্যাশা করে আমরা ভালো ক্রিকেট খেলব। আমার মনে হয়, যদি আমরা সুন্দরভাবে ছোট ছোট পরিকল্পনা করে এগোই, তাহলে সহজ হয়। আমরা যে গ্রুপে আছি, খুব একটা সহজ ব্যাপারটি তা নয়। গ্রুপপর্ব যদি পার করতে পারি, তখন পরের ধাপ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারব। আমি বিশ্বাস করি, টি-টোয়েন্টিতে কোনো ছোট দল বড় দল হয় না। যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে যে কোনো দলকেই হারানো সম্ভব।’