চমক রেখে ইউরোর দল ঘোষণা করল ফ্রান্স
জার্মানিতে অনুষ্ঠিত হবে উয়েফা ইউরো ২০২৪। ইউরোপ মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরের জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। গতকাল বৃহস্পতিবার (১৬ মে) দল ঘোষণা করা হয়। ফরাসি গণমাধ্যম লা মুন্ডে নিজেদের প্রতিবেদনে নিশ্চিত করেছে বিষয়টি।
ফ্রান্সের ২৫ সদস্যের দলে সবচেয়ে বড় চমক এনগোলো কান্তে। চেলসি ছেড়ে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে পাড়ি জমানো এই তারকা প্রায় দুবছর পর দলে ফিরেছেন। চোটের কারণে খেলতে পারেননি সর্বশেষ বিশ্বকাপে। এছাড়া, দুবছর পর দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ফারল্যান্ড মেন্ডি। এদের বাইরে দিদিয়ের দেশমের দলে যথারীতি আছেন কিলিয়ান এমবাপ্পে, আঁতোয়া গ্রিজম্যান, উসমান দেম্বেলেরা।
ফ্রান্সের ইউরো মিশন শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে যথাক্রমে ২১ জুন নেদারল্যান্ডস এবং ২৫ জুন পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফরাসিরা।
ফ্রান্সের ২৫ সদস্যের ইউরো দল
গোলরক্ষক : আলফনসো আরিওলা, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা
ডিফেন্ডার : হুলেস কুন্দে, জোনাথন ক্লস, বেঞ্জামিন পাভার্ড , ইব্রাহিমা কোনাতে, দায়ত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ , ফারল্যান্ড মেন্ডি।
মিডফিল্ডার : কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, এনগোলো কান্তে, আদ্রিয়ান র্যাবিয়ট, ওয়ারেন জাইরি এমেরি, চুয়ামেনি, আঁতোয়া গ্রিজম্যান।
স্ট্রাইকার : কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, অলিভার জিরুদ, কোলু মুয়ানি, মার্কাস থুরাম, কিংসলে কোম্যান, ব্রাডলি বারকোলা।