নিষিদ্ধ হলেন হার্দিক পান্ডিয়া
এবারের আইপিএলটা ভুলে যেতে চাইবেন ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। গত দুই আসরে গুজরাট টাইটান্সের জার্সিতে দারুণ খেললেও এবার পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেই খেই হারান পান্ডিয়া। দলের পাশাপাশি পান্ডিয়ার পারফরম্যান্সও ছিল অপ্রত্যাশিত।
এবারের মৌসুমে ১৪ ম্যাচে মাত্র চার জয়ের দেখা পেয়েছে মুম্বাই। যা দলটির আইপিএল ইতিহাসে অন্যতম বাজে পারফরম্যান্স। রোহিতকে সরিয়ে অধিনায়কের দায়িত্ব পেলেও দলকে ভালো অবস্থানে নিতে পারেননি পান্ডিয়া। অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিয়মিত ট্রলের শিকার হয়েছেন এই ক্রিকেটার। মাঠে মুম্বাইয়ের ভক্তরাও তাকে দুয়োধ্বনি দিতে ছাড়েনি।
ব্যাট হাতে ১৪ ম্যাচে মাত্র ১৮ গড়ে পান্ডিয়ার রান মাত্র ২১৬। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ১০.৭৫ ইকোনমিতে নিয়েছেন মাত্র ১১ উইকেট। এমন পারফরম্যান্সের পর এবার নিষিদ্ধ হলেন তিনি। লখনৌর বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হলেন পান্ডিয়া। যেহেতু এই মৌসুমে মুম্বাই শেষ ম্যাচ খেলে ফেলেছে, তাই পান্ডিয়া মিস করবেন আগামী মৌসুমের প্রথম ম্যাচ।
তবে, আগামী মৌসুমে মুম্বাই শিবিরে তাকে দেখা যাবে কি না, সেটাও বড় প্রশ্ন। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৩০ লাখ রূপি তথা ৪২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। দলের বাকি খেলোয়াড়দের ম্যাচ ফি’র ৫০ শতাংশ করে জরিমানা করা হয়।