আবার শুরু চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচ
এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। দুই দলের জন্যেই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই যে নির্ধারিত হবে চতুর্থ দল হিসেবে কোন দল প্লে-অফে যাচ্ছে? তবে এই মুহূর্তে চিন্তার নাম অবশ্য বৃষ্টি। প্রথম দফায় বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় ৪০ মিনিট।
আজ শনিবার (১৮ মে) বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামীতে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ফাফ ডু প্লেসিস ও বিরাট কোহলি। আক্রমনাত্নক ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারে স্কোরবোর্ডে ৩১ রান তুলে ফেলেন তারা। এরপরই হানা দেয় বৃষ্টি। কোহলি ১৯ ও ডু প্লেসিস ১২ রানে অপরাজিত আছেন। প্রথম দফায় বৃষ্টির পর আবারও শুরু হয়েছে ম্যাচ।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে ফের বৃষ্টির সম্ভাবনা আছে। যদি শেষমেশ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায় তবে, এবারের আইপিএল থেকে ছিটকে যাবে বিরাট কোহলির দল। আরসিবি এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ছয়টিতে জিতেছে। লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে বিরাট কোহলির দল। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে, শেষ ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হবে তাদের।