কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে হায়দরাবাদের সামনে বড় লক্ষ্য
পাঞ্জাব কিংসের বিদায় নিশ্চিত হয়েছে অনেক আগেই। আইপিএলে আজ রোববার (১৯ মে) তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ ইতোমধ্যে উঠে গেছে প্লে-অফে। তাদের লড়াইটা পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ওঠার। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে পাঞ্জাব। ২০ ওভারে পাঁচ উইকেটে সংগ্রহ করেছে ২১৪ রান।
ওপেনিং জুটিতে আথার্ভা ও প্রভসিমরান সিং মিলে তোলেন ৯৭ রান। দুর্দান্ত ওপেনিংয়ে পাঞ্জাব পায় বড় সংগ্রহের ভিত। আথার্ভা ২৭ বলে ৪৬ করে আউট হলেও সিমরানের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৭১ রান। ওয়ানডাউনে নামা রাইলি রসু ২৪ বলে ৪৯ রান করে আরও এগিয়ে নেন পাঞ্জাবকে।
মাঝে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা দুই রান করে ফিরে যান। শেষ দিকে অধিনায়ক জিতেশ শর্মার ব্যাটে চড়ে বড় সংগ্রহ গড়ে পাঞ্জাব। ১৫ বলে ৩২ রানে অপরাজিত থাকেন জিতেশ।
হায়দরাবাদের পক্ষে নটরাজ দুটি এবং প্যাট কামিন্স ও বিজয়কান্ত একটি করে উইকেট পান।
১৩ ম্যাচ শেষে হায়দরাবাদের পয়েন্ট ১৫। দলটি আছে তৃতীয় স্থানে। আজ জিতলে পয়েন্ট হবে ১৭। সেক্ষেত্রে রাতে দুইয়ে থাকা রাজস্থান হারলে এবং হায়দরাবাদ ম্যাচটি জিতলে, দ্বিতীয় স্থানে উঠে আসবে তারা। প্রথম কোয়ালিফায়ার খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আর ম্যাচ হেরে গেলে তাদের অবস্থান থাকবে তৃতীয়। তখন এলিমিনেটরে প্রতিপক্ষ হিসেবে পাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।