বৃষ্টিতে কপাল পুড়ল রাজস্থানের, প্লে-অফে কে কার মুখোমুখি?
আইপিএলে প্লে-অফে ওঠার লড়াইয়ের পর এবার কে আর বিপক্ষে শেষ চারে খেলবে তা নিয়েও কম নাটকীয়তা হয়নি। পয়েন্ট তালিকার দুইয়ে উঠতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় দরকার ছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে পর্বের শেষ ম্যাচটি। তাতেই কপাল পুড়ল আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থানের।
গ্রুপ পর্বের শেষ দিনে পয়েন্ট তালিকার দুই ও তিন নম্বর জায়গা নিয়েই ছিল লড়াই। কারণ সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কলকাতা শীর্ষস্থান নিজেদের দখলেই রেখেছিল। আর চেন্নাইকে হারিয়ে চারে জায়গা নিশ্চিত ছিল কোহলির আরসিবির।
রোববার দিনের প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসকে ৪ উইকেটে হারিয়ে নিজেদের কাজ সেরে রেখেছিল হায়দরাবাদ। অপেক্ষা ছিল কলকাতা-রাজস্থান ম্যাচের। কারণ সেই ম্যাচে জিততে পারলে দুইয়ে থাকার সুযোগ ছিল রাজস্থানের। তবে, বৃষ্টির কারণে তারা লড়াইয়ের সুযোগই পেল না। পয়েন্ট ভাগাভাগি করায় তিনে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দলটিকে। ১৪ ম্যাচে হায়দরাবাদের সমান ১৭ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় তিনেই থাকতে হচ্ছে তাদের। সাঞ্জু স্যামসনের দলের রান রেট +০.২৭৩ আর হায়দরাবাদের +০.৪১৪।
আগামীকাল মঙ্গলবার (২১ মে) প্রথম কোয়ালিফায়ারে আহমেদাবাদে মুখোমুখি হবে কলকাতা ও হায়দরাবাদ। এই ম্যাচের বিজয়ী দল সরাসরি পৌঁছে যাবে আইপিএলের ফাইনালে। পরদিন একই ভেন্যুতে এলিমিনেটরে বেঙ্গালুরুকে মোকাবিলা করবে রাজস্থান। এই ম্যাচের পরাজিত দল ছিটকে যাবে প্রতিযোগিতা থেকে। আর জয়ী দল পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট। সেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই দ্বৈরথের জয়ীরা জায়গা করে নেবে আগামী ২৬ মে হতে যাওয়া ফাইনালে।