প্লে-অফ : প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি কলকাতা-হায়দরাবাদ
এবারের আইপিএলকে অনায়াসে রানবন্যার আসর বলা যাবে। সেখানে সবচেয়ে আগে থাকবে সানরাইজার্স হায়দরাবাদের নাম। আইপিএলের ১১ বছর পুরোনো রেকর্ড ভেঙেছে, এরপর নিজেরাই সেটি ভেঙে গড়েছে নতুন ইতিহাস। পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্স। চলতি আসরে সবার ওপরে থেকে শেষ করেছে গ্রুপপর্ব। ১৭ বছরের আইপিএলে এবারই প্রথম সবার ওপরে থেকে প্লে-অফ খেলবে কেকেআর।
কলকাতার পর দুইয়ে থেকে প্লে-অফে আসে হায়দরাবাদ। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আগামীকাল মঙ্গলবার (২১ মে) পরস্পর মোকাবিলা করবে একে অপরকে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
দুদলের মূল শক্তির জায়গা ব্যাটিং। চলতি আসরের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল তারা। গ্রুপপর্বের ম্যাচটিতে ২০০ পার করেছিল কলকাতা-হায়দরাবাদ। আগে ব্যাট করে ২০৮ করেছিল কেকেআর। জবাবে রুদ্ধশ্বাস ম্যাচে জয় থেকে চার রান দূরে থামে হায়দরাবাদ। কলকাতার ব্যাটিংয়ে আছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, নিতিশ রানা, সুনীল নারিনের মতো পাওয়ার হিটাররা। যারা ক্রিজে দাঁড়িয়ে গেলে প্রতিপক্ষ বোলারদের ওপর ঝড় বইয়ে দেন।
অন্যদিকে, হায়দরাবাদের যেন থিমই হয়ে গেছে—মাঠে নামো আর প্রথম বল থেকে উড়িয়ে খেলো। ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠিরা বোলারদের নিয়ে ছেলেখেলাই করেছেন পুরো গ্রুপপর্বে। প্রথম কোয়ালিফায়ারেও যে দুদলের বোলারদের জন্য নরক অপেক্ষা করছে, সেটি ভালো করেই জানেন বোলাররা।
গুজরাটের মাঠে সর্বশেষ ম্যাচটি বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে যায়। কোনো বলই মাঠে গড়ানোর সুযোগ পায়নি। ভারতীয় আবহাওয়া অফিস বলছে, কালকের ম্যাচে আকাশ থাকবে পরিষ্কার। প্রকৃতির ওপর কারও হাত নেই। বৃষ্টি এলে সব ধুয়েমুছে যাবে। তবে, প্রাকৃতিক বৃষ্টি না এলে বোলারদের চার-ছক্কার বৃষ্টিতে ভাসিয়ে নিতে প্রস্তুত কলকাতা ও হায়দরাবাদের ব্যাটাররা।