কোপার আগে আর্জেন্টিনা দলে বড় চমক
আগামী ২০ জুন থেকে শুরু হবে লাতিন মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোপা শুরুর আগে লিওনেল স্কালোনির দল মাঠে নামবে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে। ম্যাচ দুটির জন্য ২৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সোমবার (২০ মে) স্কোয়াড প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
কোপার মূল স্কোয়াড ২৬ জনের হলেও ম্যাচ দুটির জন্য আরও তিনজনকে যুক্ত করেছেন স্কালোনি। ২৯ সদস্যের দলটি থেকেই মূল স্কোয়াডের ২৬ জনকে বেছে নেবেন তিনি। নেতৃত্বের ভার যথারীতি থাকছে লিওনেল মেসির কাঁধেই। বড় চমক, ২৯ জনের দলেও ঠাঁই হয়নি বিশ্বকাপজয়ী তারকা পাওলো দিবালার। অন্যদিকে, স্থান পেয়েছেন অলিম্পিক মার্শেইতে খেলা সেন্টারব্যাক লিওনার্তো বালের্দি।
কোপা আমেরিকার আগে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ দুটি খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবেন মেসি-ডি মারিয়ারা। পরের ম্যাচে ১৪ জুন ওয়াশিংটন ডিসিতে মোকাবিলা করবে গুয়েতেমালাকে। কোপার মূল পর্বে ২০ জুন কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরবর্তীতে ২৫ জুন চিলি ও গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
এর আগে আর্জেন্টিনা কোচ স্কালোনি জানিয়েছিলেন, কোপার দলে কেবল দুজনের জায়গা নিশ্চিত— মেসি ও ডি মারিয়া। স্কালোনি বলেন, ‘আগামী কোপায় আমাদের দলে কারা থাকবে তার নিশ্চয়তা দিতে পারছি না। আমি কেবল মেসি ও ডি মারিয়ার কথা বলতে পারি। ওদের দলে থাকার ব্যাপারটা নিশ্চিত। আমাদের দলে আরও অনেক তারকা আছে, যারা প্রতিভাবান ও বিশ্বজয়ী। তবে, অন্যদের বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।’